ঢাকা: সাইকেল চালিয়ে ভারতের খারডুঙ্গ লা’র পর্যটন স্পট লাদাক অভিযানে যাচ্ছেন বাংলাদেশের দুই তরুণ সাইক্লিস্ট শাহ ইফতেখার আলম নাহিদ ও রজ্জব রহমান। আগামী শনিবার কক্সবাজার থেকে লাদাকের উদ্দেশ্যে সাইকেলে চড়ে রওনা হবেন তারা।
কক্সবাজার থেকে ৩ হাজার ৫৩৯ কিলোমিটার দূরে ভারতের খারডুঙ্গ লা’র পর্যটন স্পট লাদাক। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৩৮০ ফুট উঁচু পাহাড়ের এ চূড়াটাই এ দুই তরুণ সাইক্লিস্টের অভিযানের লক্ষ্যস্থল।
অভিযানের নায়ক বাংলাদেশের নাহিদ ও রজ্জব জানান, তাদের অভিযানের মূল শক্তি হচ্ছে আত্মবিশ্বাস আর স্বপ্ন। সঙ্গে থাকবে প্রিয় বাইসাইকেলটি।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের রয়েল বেঙ্গল রাইর্ডাসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা আরো জানান, তাদের রুট হবে কক্সবাজার থেকে ঢাকা হয়ে বেনাপোল দিয়ে ভারতের কলকাতা, মানালী হয়ে লাদাক। আর এতে সময় লাগবে ৩৫ দিনের মতো।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রয়েল বেঙ্গল রাইর্ডাসের ব্যবস্থাপনা পরিচালক সাজিদ হোসেন চৌধুরী, জারে ওমর, আন্দালিব ইসলাম প্রমুখ।
অভিযানে পৃষ্ঠপোষকতা করছেন রয়েল বেঙ্গল রাইর্ডাস। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নভো এয়ার, এক্সেস টেল, অল ইন ওয়ান সিএজি, ট্রেইড ভিশন, মেট্রো নেট।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমইউএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর