ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মাথার টিকি দিয়ে ট্রেন টানলেন শৈলেন!

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, সেপ্টেম্বর ১৮, ২০১২
মাথার টিকি দিয়ে ট্রেন টানলেন শৈলেন!

শিলিগুড়ি: শুধুমাত্র মাথার কয়েকটি চুলে তৈরি টিকি দিয়ে দার্জিলিংয়ে ঐতিহ্যবাহী ট্রয় ট্রেনকে টেনে রের্কড করলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বাসিন্দা শৈলেন্দ্রনাথ রায়।

তার এই অভিনব কাণ্ড দেখতে সোমবার শিলিগুড়ি রেল জংশনে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ।

তার মাথার টিকির সঙ্গে বাঁধা হয়েছিল দড়ি, আর দড়ির সঙ্গে লোহার শেকল দিয়ে ট্রয় ট্রেনের ডিজেল ইঞ্জিনকে বাঁধা হয়েছিল।

ইঞ্জিনসহ ট্রেনের চারটি বগিকে টিকি দিয়ে শৈলেন এদিন রেল ট্র্যাকের ওপর দিয়ে টেনে নিয়ে গেলেন ৯ ফুট।

অভিনব এই শখের অধিকারী শৈলেন প্রথমে শুরু করেছিলেন তার গোঁফ দিয়ে। তুলছিলেন ২০ কেজি ওজন। এরপরই তিনি তার টিকি দিয়ে শক্তি পরীক্ষা শুরু করেন।

২০০৩ সালে একটি বাস প্রথম টিকি দিয়ে টানেন। তারপর ট্রাক-বাস বহুবার টেনেছেন টিকি দিয়ে। এই টানার দৌলতে এবছরই তার নাম উঠেছে গিনেস বুকে।

রাজস্থানের জয়পুরে নিমলানা পাহাড়ে টিকি দিয়ে রোপওয়ের মতো ২০০ মিটার ঝুলে ২৭০ মিটার পথ অতিক্রম করেছিলেন।

এদিন তার এই প্রর্দশনী দেখতে হাজির হয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক ডা. রুদ্রনাথ ভট্টাচার্য। ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর এমডি ভুটিয়া।

এমডি ভুটিয়া বলেন, “উনার এই অভিনব শখ দেখে আমরা ট্রয় ট্রেন টানার অনুমতি দিই। ”

নতুন এই রের্কড করে খুশি শৈলেন বলেন, “আগামী বছর অন্তত ৬০০ মিটার টিকি দিয়ে সেবকের পাহাড়ে ঝুলব। আবার বিশ্ব রের্কড করতে চাই। ”

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।