ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ফিচার

চলে গেলেন কম্বোডিয়ার রাজা সিহানুক

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, অক্টোবর ১৫, ২০১২
চলে গেলেন কম্বোডিয়ার রাজা সিহানুক

ঢাকা: কম্বোডিয়ার সাবেক রাজা প্রিন্স নরোদম সিহানুক  মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।



সোমবার সকালে তিনি চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে মারা যান বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবার পর চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। সিনাহুক কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন।

সিহানুক ১৯৪১ সালে কম্বোডিয়ার সিংহাসনে বসেন। ১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভে তিনি নেতৃত্ব দেন।

দুর্বল স্বাস্থ্যের কারণে ২০০৪ সালে সিহানুক সিংহাসন ত্যাগ করে পুত্র প্রিন্স নরোদম সিহামনির কাছে হস্তান্তর করেন।

প্রিন্স সিসোওয়াথ থোমিকা নামে তার এক সহকারী ও আত্মীয় বলেছেন, সিনাহুকের মৃত্যু কম্বোডিয়ার জন্যে অপূরণীয় এক ক্ষতি। তিনি শুধু তার পরিবারের নন, সমগ্র দেশ ও ইতিহাসের অংশ ছিলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সিহানুক চীনের জনগণের এক মহান বন্ধু ছিলেন।

কম্বোডিয়া সরকারের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, শেষকৃত্যের জন্য সিহানুকের মৃতদেহ দ্রুত চীন থেকে রাষ্ট্রীয় মর্যাদায় নমপেনের রাজপ্রাসাদে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, প্রিন্স নরোদম সিহানুক জন্মগ্রহণ করেন ১৯২২ সালে। তিনি প্রিন্স নরোদম সুরামারিত ও রানি কোসামাকের বড় সন্তান ছিলেন।

বাংলাদশে সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান/জনি সাহা, নিউজরুম এডিটর,আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।