সেল ফোন, জিন্সের প্যান্ট-টপ্স আর কয়েকটি মেমোরি কার্ডের জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছেন জন্মদাত্রী মা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের ওড়িষ্যা রাজ্যে।
এ ঘটনায় উচ্চ আদালত রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে শিশুটিকে খুঁজে বের করে সমাজ সেবা দফতরে হস্তান্তর করার জন্য। এ সিদ্ধান্তের ব্যাখ্যায় আদালত জানায়, সন্তানের দেখভাল করার যোগ্যতা ওই মায়ের নেই এটা প্রমাণ হয়েছে।
তাই শিশুটিকে সমাজ সেবা’র দায়িত্বে দেওয়া হচ্ছে।
জানা যায়, ওড়িষ্যার জজপুর জেলার মুণ্ডমালা গ্রামের বাসিন্দা ২০ বছর বয়সী ওই মায়ের নাম রাখী পাত্র। পুলিশ প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তিনি নিজের অপরাধের দায় স্বীকার করে জানান, ছেলেকে তিনি ফিরিয়ে নিতে চান না।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমদিকে মিডিয়ার খবরে বলা হয়েছিল, শিশুটির বাবা মনোজ পাত্র একটি চুরির বিচারাধীন মামলায় গ্রেফতার হয়ে গত জুলাইয়ের ২ তারিখ থেকে কারাবন্দি। স্বামীকে জেলমুক্ত করার জন্যই রাখী এই নিষ্ঠুর পদক্ষেপ নেন।
অপরদিকে নাতীকে বিক্রি করে দেওয়া হয়েছে— খবর জানার পর রাখীর শাশুড়ি কণকলতা পাত্র থানায় অভিযোগ করেন।
বিষয়টি মিডিয়ায় তোলপাড় তুললে হাইকোর্ট এ ঘটনাকে এখতিয়ারে এনে শিশুটিকে উদ্ধার ও প্রকৃত ঘটনা তদন্তের নির্দেশ দেয় পুলিশকে।
এরপর জজপুরের এসপি দীপক কুমার ঘটনা তদন্তের সূত্রে আদালতকে জানান, রাখী স্বামীকে মুক্ত করার জন্য সন্তানকে বিক্রি করেননি। কারণ তাহলে সেই টাকায় জিন্সের প্যান্ট, মোবাইল আর মেমোরিকার্ড কিনতেন না তিনি।
রাখীর কেনা মোবাইল ফোন, পোশাক আর মেমোরিকার্ড আদালতে উপস্থাপনকালে এসপি দীপক আরও জানান, রাখী তার কাছে স্বীকার করেছেন যে সন্তান বিক্রি করা টাকায় তিনি এসব জিনিস কিনেছেন।
তবে ঘটনা জানাজানির প্রথমদিকে মিডিয়ায় প্রচার করা হয়, স্বামী-স্ত্রী রাখী আর মনোজ দু’জনই দিনমজুরি করে সংসার চালান। একপর্যায়ে চুরির দায়ে মনোজকে যেতে হয় জেলে। এরপর রাখী সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন।
রাখী তখন বলেন, হ্যাঁ, স্বামীকে জেল থেকে ছাড়াতে টাকার প্রয়োজন পড়ায় আমি ছেলেকে বিক্রি করে দিয়েছি।
কিন্তু পরে জানা যায় ভিন্ন ঘটনা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১২
একে/