ঢাকা: হাই হিলের গেরোয় হুমড়ি খেয়ে পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। সিডনির হেরাল্ড সানের খবর, রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃদিসৌধে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর সময় এ বিপত্তিককর ঘটনা ঘটে।
হেরাল্ড লিখেছে, গান্ধী মেমোরিয়াল দর্শনের সময় প্রধানমন্ত্রীর জুতো টাল খেয়ে যায়। তিনি রাজঘাটের ভিজে ঘাসে হুমড়ি খেয়ে পড়েন। তবে গত বুধবারের এ ঘটনায় পপাত ধরণীতল হলেও কোথাও কেটে-ছড়ে যায়নি তার। প্রসঙ্গত, বর্তমানে ৩ দিনের সফরে রয়েছেন জুলিয়া।
প্রধানমন্ত্রী স্বীকারও করেছেন, তার হিল ঘাসে আটকে গিয়েছিল। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান বলেও জানিয়েছে পত্রিকাটি।
গোটা ঘটনাটিকে অবশ্য মেয়েদের ‘কমন প্রবলেম’ বলে চিহ্নিত করেছেন গিলার্ড। তার অভিমত, ছেলেরা যেহেতু ফ্লাট জুতো পড়ে, তাই তাদের এই সমস্যায় পড়তে হয় না। কিন্তু যেসব মেয়ে হিল পড়ে, তাদের ক্ষেত্রে এই ঘটনা অহরহই ঘটতে পারে।
অস্ট্রেলীয় প্রধামন্ত্রী আরও বলেছেন, নরম ঘাসের ওপর দিয়ে হাটাঁর সময় হিল আটকে যায়। আর তখন যদি আপনি জুতো থেকে পা বের করতে চান এবং জুতো না উঠে আসে তবে আপনারা যা দেখেছেন তাই হবে।
এদিকে, এ ঘটনা যুক্তরাষ্ট্রসহ দুনিয়ার অন্যান্য দেশ এবং জুলিয়ার নিজ দেশ অস্ট্রেলিয়ার মিডিয়ার বিশেষ নজর কাড়ে। অতি সম্প্রতি যৌনতা এবং নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে এমিনিতেই তিনি মিডিয়ার বিশেষ নজরে ছিলেন। তার ওপর এ ঘটনায় অস্ট্রেলিয়ার ট্যাবলয়েড পত্রিকাগুলো গসিপ কলামে মজারু ধরনের বেশ কিছু প্রতিবেদন ছাপে।
গিলার্ডের জুতো বিপত্তি অবশ্য নতুন কিছু নয়। এর আগে গত জানুয়ারিতে ক্যানবেরায় অস্ট্রেলিয়া দিবসের দিন হাঙ্গামার সময় দ্রুত হাঁটতে গিয়ে তার জুতো খুলে গিয়েছিল। কিন্তু হিল ছেড়ে বুট পড়ার পরামর্শ কানে তুলতে মোটেও রাজি নন তিনি। কারণ, ফ্যাশন সচেতন প্রধানমন্ত্রীর মনে হচ্ছে, তার স্কার্টের সঙ্গে বুট একেবারেই বেমানান। এতে তার ফ্যাশন নিয়ে সমালোচনা হবে।
বাংলাদেশ সময়: ১০১৯, অক্টোবর ১৮, ২০১২
অমিয় দত্ত ভৌমিক/একে