তিনি ৮০ বছরের জীবনের ৬০টি বছর অর্থ সঞ্চয় করে এসেছেন— হজব্রত পালনের জন্য। সেই স্বপ্ন-সাধ শেষপর্যন্ত এবার পূরণ হয়েছে।
আবু আল কালাম সংবাদ মাধ্যমকে জানান, ২০ বছর বয়সে সঞ্চয় শুরু করেন হজ পালনের জন্য। দুনিয়ার বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমানের সঙ্গে হজ পালনে মক্কা-মদিনার পূণ্যভূমিতে যাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ জমাতে তিনি বিয়ে করার চিন্তাও করেননি।
তিনি বলেন, এজন্য আমি খেতে-খামারে প্রচুর শ্রম দিয়েছি। দু’বছর আগেই আমি হজের জন্য পর্যপ্ত অর্থ সঞ্চয় করি। কিন্তু তখন ভাগ্যে ভিসা না জোটায় হজে আসতে পারিনি।
এবার ভিসা পেয়ে আসলাম। হজে পুরোপুরি আত্মনিবেদনের জন্যে এখানে আসার আগে সহায় সম্পত্তি সব বিক্রি করে এসেছি। পবিত্র ভূমিতে পা রাখার মুহূর্তেই আমি সর্বশক্তিমান প্রভূর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছি, এই মক্কায়ই যেন আমার মরণ হয়।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১২
সম্পাদনা: একে