ঢাকা : নিজেকে সবচেয়ে বয়সী বামন হিসেবে দাবি করেছেন ভারতের ভোপালের বাসিন্দা জিনাত বি। জিনাত বি-র দাবি তার বয়স ১১৩ বছর।
তবে জিনাত বি দাবি করছেন, রেকর্ড থেকেও তার বয়স ১২ বছর বেশি।
বর্তমানে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বেশি বয়সের বামন হিসেবে রয়েছে ৭৪ বছর বয়সী আমেরিকান লোয়েল ডিফরেস্ট ম্যাসনের (Lowell Deforest Mason) নাম।
তিন ফুট উচ্চতার এই ক্ষুদে নারী এখনও মনে করতে পারেন, ব্রিটিশদের শাসনে ছিল ভারত এবং দৈনন্দিন জীবনে নবাবদের যথেষ্ট প্রভাব ছিল। যদি তার বয়সের দাবি ঠিক হয়, তাহলে তিনি রানি ভিক্টোরিয়ার আমলে জন্মেছিলেন।
জিনাত বলেছেন, তার বয়স এতই বেশি যে তিনি ভোপাল শহরকে নিজের চোখের সামনে বেড়ে উঠতে দেখেছেন। তিনি মনে করতে পারেন ব্রিটিশ জমানায় এ শহরটি প্রায় জঙ্গল ছিল। প্রথমবারের মতো ব্রিটিশরা এই শহরে পাউরুটি চালু করেছিল সেটিও তাঁর মনে আছে।
চোখে ছানি ও ক্যালসিয়ামের অভাবে ভুগছেন জিনাত। প্রতিমাসে সরকারের দেওয়া মাত্র ২৭৫ টাকা পেনশনের উপর ভরসা করে জীবন-যাপন করছেন তিনি। অবিবাহিত জিনাত প্রায় ৫০ বছর ধরে একাই রয়েছেন। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীর কাছ থেকে উপহারস্বরূপ একটি ছোট বিছানা পেয়েছিলেন। উমা ভারতী তাকে প্রতিমাসে ২৫০০ টাকা পাঠাতেন।
কিন্তু এখন কেউ তাকে মনে করেন না বলে আক্ষেপ তার। তার বর্তমান অভিভাবক আব্রার মোহম্মদ খান বলেছেন, “সরকার তার প্রতি উদাসীন। জিনাতকে লোকজন নানা প্রদর্শনীতে নিয়ে গেলেও তাকে কেউ সত্যিকার অর্থে যত্ন করে না। ”

বিগত ২০ বছর ধরে বিনা ভাড়ায় আব্রার মোহম্মদ খানের বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকছেন জিনাত। মোহম্মদ খান বলেছেন, “জিনাত আমার মায়ের মতো। জিনাতের পান খাওয়া খুব পছন্দ। ” জিনাত বলেন “আমি খাবার ছাড়া থাকতে পারব কিন্তু পান ছাড়া অসম্ভব”।
জিনাত আরও বলেন, “আমি বলিউড তারকা সালমান খানের ভীষণ ভক্ত। আমি তার প্রায় সব সিনেমা দেখেছি। এটা সবচেয়ে ভালো হবে যদি আমি তার সঙ্গে দেখা করতে পারি কারণ তিনি খুব ভালো মানুষ এবং তিনি গরিবদের সাহায্য করেন। ”
জিনাত বির ইচ্ছা, মৃত্যুর আগে তিনি বলিউড তারকা সালমান খানের সঙ্গে সাক্ষাত করবেন আর মক্কায় গিয়ে হজ পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৫০৪, নভেম্বর ০১, ২০১২
এডিবি/আরআর