ঢাকা: এবার নিলামে তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রথম সরকারি সফরে এসে প্রয়াত প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত বুলেটপ্রুফ রোলস-রয়েস গাড়িটি।
ডায়ানার যুক্তরাষ্ট্র সফরের ঠিক ২৭ বছর পর শুক্রবার শিকাগোর কাছে ভোলো অটো মিউজিয়ামে ইবেতে এর নিলাম অনুষ্ঠিত হবে।
নিলামে রোলস-রয়েস গাড়িটি ১২ লাখ পাউন্ডে বিক্রি হতে পারে ধারণা করা হচ্ছে।
ডেইলি মেইল জানিয়েছে, বৃটিশ দূতাবাস ১৯৭৯ সালে নতুন অবস্থায় ওই গাড়িটি কিনেছিল। তারপর প্রকৌশলীরা এতে আরও ২ লাখ ডলার খরচ করে বুলেট, গ্রেনেড এমনকি ছোট বোমা প্রতিরোধী করে তোলার পর ১৯৮২ সালে সেটি প্রথম ব্যবহার করা হয়েছিল।
ওয়াশিংটনে অবস্থিত বৃটিশ দূতাবাসেই এই রূপালী রঙের লিমুজিনটি ব্যবহার করা হতো।
১৯৮৫ সালের নভেম্বর মাসে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা সরকারি সফরে যুক্তরাষ্ট্র গিয়ে গাড়িটি ব্যবহার করেছিলেন। এই গাড়িতে করেই তারা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও তার স্ত্রী ন্যান্সি রিগানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর