দুই দশকের বলিউড ক্যারিয়ারে বলিউড বাদশাহ শাহরুখ খান বা কিং খান অনেক বলিউড সম্রাজ্ঞীর সঙ্গেই রোমান্স করেছেন পর্দায় এবং পর্দার বাইরে। এদের মধ্যে আছেন বিভিন্ন সময়ে মুম্বাই শাসন করা শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, কাজল, ঐশ্বরিয়া রাই, প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ।
এগুলো হলো, শাহরুখকে যে কোনো ছবিতে সাইন করানোর আগে সংশ্লিষ্ট পরিচালক-প্রযোজককে এটা মেনে নিতে হতো যে দু’টো কাজ তাকে দিয়ে করানো যাবে না। এর প্রথমটি হলো অশ্ব চালনা আর দ্বিতীয়টি হচ্ছে নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া।
ঘোড়ার পিঠে চড়ার রিস্ক সবাই জানি, কিন্তু নায়িকাকে ঠোঁটে চুমু খাওয়া— স্বাস্থ্যগত বা হাইজেনিক সমস্যা? না শাহরুখ সেপথে হাঁটেননি। এ প্রসঙ্গে তিনি মিডিয়াকে বলেছেন, তিনি আসলে এটা পারেন না। শাহরুখের ভাষায়, আমি পর্দায় চুমু খাই না কারণ আমি আসলে জানি না এটা কিভাবে করে... আমি এটা করি না কারণ আমার অস্বস্তি লাগে... তবে আমার মনে হয় যারা পর্দায় এটা করেন, তারা তো ঠিকঠাক মতই করছেন।

এদিকে, ক্যাটরিনার সব পরিচয় ছাপিয়ে সময়ে-অসময়ে তার অন্য যে পরিচয়টা ইচ্ছা বা অনিচ্ছায় বড় হয়ে উঠে তা হলো, তিনি বলিউডের আরেক বাদশাহ ম্যাচোম্যান সালমান খানের সাবেক (বর্তমানেও কি নয়?) সুইট-হার্ট। একথা কে না জানে, ক্যাটকে মুম্বাইতে প্রতিষ্ঠিত করার পেছনে সালমানের ভূমিকাই প্রধান ছিল, এবং এখনও আছে।
অপরদিকে, বর্তমানে শাহরুখের সঙ্গে এক ধরনের বিরোধিতা চলছে সালমানের। আর তাই সালমানের ‘জান’ ক্যাটকে পূর্বের পণ ভেঙ্গে শাহরুখের চুমু খাওয়ার ঘটনায় সর্বত্র কিছুটা ফিসফাস চলছে।

তবে ঘটনা যাই হোক, ক্যাটের সঙ্গে শাহরুখের ‘লিপ-লক’ চুম্বনদৃশ্য ছবিটির কাটতি বাড়াতে বড় ভূমিকা রাখবে, সন্দেহ নেই। কারণ ৩ ঘণ্টার ওই সিনেমায় এ ধরনের দৃশ্য ৩বার রয়েছে।
এদিকে, বলিউড জহুরিদের বিশ্লেষণে জানা গেছে, ক্যাটের সঙ্গে যাব তাক হ্যায় জান ছবিতে চুম্বনদৃশ্যগুলো ছাড়াও শাহরুখ অপরাপর রোমান্টিক দৃশ্যগুলোতেও খুব একটা সপ্রতিভ ছিলেন না। জড়াজড়ি করা বা পাশে যাওয়ার ভঙ্গিগুলো— সব নাচের মুদ্রায়ই সম্পন্ন করেছেন। পিঠে হাত দিয়ে নায়িকাকে ধরতে হলেও হালকাভাবে ধরেছেন এবং অল্প সময়ের জন্য। এটা কি তাহলে সালমানের অনুভূতিকে সম্মান দেখানোর জন্যই!
কারণ, বলিউডে চাউড় আছে, সালমান যে কোনো ছবির শ্যুটিং দৃশ্যে ক্যাটরিনার পোশাক-আশাক বিষয়ে কড়া নজরদারি করেন (সালমান ওই ছবিতে অভিনয না করলেও)। সালমানের সঙ্গে ক্যাটের কয়েকটি সিনেমার ক্ষেত্রে দেখা গেছে, ক্যাটরিনাকে সংযত পোশাক পড়াতে তিনি পরিচালক এবং ক্যাটরিনাকে বাধ্য করেছেন।
সেই ক্যাটের ঠোঁটে চুমু খাওয়া, তাও সালমান বৈরী শাহরুখের! এটা কি এতই সোজা? যেখানে এইমাত্র ক’দিন আগে মুক্তি পাওয়া সাল্লু-ক্যাটের সুপার-ডুপার হিট ‘এক থা টাইগার’-এও তো সেরকম দৃশ্য নেই!

কিন্তু এরপরই আবার যখন দেখা যায় নিজের অনুসৃত দুই যুগের নীতি ভেঙ্গে শাহরুখ ওই একই ছবিতে চুমু খেয়েছেন নায়িকার এক্কেবারে ঠোঁটে, তাও এমন এক কাজ যা তার ভাষায়, তিনি করতে ‘জানেন না’! এবং তিনি আগে এ-ও বলেছেন, যে কাজ তিনি পারেন না তা করতে হলে প্রয়োজনে সংশ্লিষ্ট ছবিতে কাজ করবেন না।
কিন্তু এখন?
পুনশ্চ: এদিকে অতি সম্প্রতি এক ইন্টারভিউয়ে ক্যাট বলেছেন, সালমান আমার বড় ভাইয়ের মত! তাহলে? এবার পরিস্থিতি আরও জটিল লাগছে না?
এসবকেই কি বলে, ‘বোম্বেটে’ আচরণ?
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১২
একে