ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

চীনের ভবিষ্যৎ ‘ফার্স্ট ডটার’ যুক্তরাষ্ট্রে থাকেন ছদ্ম পরিচয়ে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, নভেম্বর ১৭, ২০১২
চীনের ভবিষ্যৎ ‘ফার্স্ট ডটার’ যুক্তরাষ্ট্রে থাকেন ছদ্ম পরিচয়ে

চীনের কমিউনিস্ট পার্টির সদ্য সমাপ্ত জাতীয় সম্মেলনে ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে বেছে নেয়া হয়েছে শি জিনপিংকে।

আগামী বসন্তে ক্ষমতায় অভিষিক্ত হওয়ার পর সাত সদস্যবিশিষ্ট চীনের সর্বোচ্চ ক্ষমতাশালী স্থায়ী কমিটি পলিটব্যুরোরও নেতৃত্ব দেবেন তিনি।

এ খবর সবারই জানা। তার স্ত্রী পেং লিউয়ান চীনের একজন বিখ্যাত লোকগীতিশিল্পী এবং তিনি দেশটির সামরিক বাহিনীতে মেজর জেনারেল পদে কর্মরত। যুদ্ধকাহিনী নিয়ে তৈরি হলিউডি ছবি দেখতে পছন্দ করেন শি জিনপিং। এসবই জানা তথ্য। এ দম্পতির একমাত্র সন্তান শি মিংজে বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন— এটাও সবার জানা।

তবে বর্তমানে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি শি জিনপিংয়ের এই কন্যা রত্মটি যুক্তরাষ্ট্রে ছদ্ম পরিচয়ে আছে— এটা অনেকেই জানেন না। সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স অঙ্গরাজ্যের ক্যামব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শি মিংজে’কে দিনরাত চব্বিশ ঘণ্টা ছায়ার মত অনুসরণ করে একদল চীনা কমান্ডো।
 
এ থেকে সহজেই বোঝা যায়, ক্ষমতাশালী বিশেষ করে চীনের মত দেশের ক্ষমতাবান ব্যক্তিদের সন্তান বা স্বজন হওয়া আনন্দ-গৌরবের সঙ্গে সঙ্গে ঝামেলা আর বিড়ম্বনাও কম নয়। চীনের ‘ফার্স্ট ডটার’ শি মিংজে বিষয়টা টের পাচ্ছেন নিশ্চয়ই।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১২
একে; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।