ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

জলবায়ু পরিবর্তন: বাংলানিউজের ক্যাম্পেইন বিকেলে

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, নভেম্বর ১৮, ২০১২
জলবায়ু পরিবর্তন: বাংলানিউজের ক্যাম্পেইন বিকেলে

ঢাকা: বিশ্বের তরুণ প্রজন্মকে বাংলাদেশের পক্ষে এনে জলবায়ু পরিবর্তন রোধের ডাক দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে একদল তরুণ। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যারা কাজ করছেন বিশ্বের নানা দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে।



বাংলাদেশের এই উদ্যোমী তরুণদের নিয়ে কাজ করছে দেশের সবচেয়ে সক্রিয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এর অংশ হিসেবে আজ রোববার বিকেল ৪টায় জলবায়ু পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলানিউজ।

রাজধানীর গুলশান-২ সার্কেলে বিকেল ৪-৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ক্যাম্পেইনে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ প্রতিনিধি ও সংবাদকর্মী অংশ নেবেন। সাধারণ মানুষকে জানাবেন জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশে কোন পথে এগিয়ে যাচ্ছে।

বাংলানিউজের সঙ্গে এই আয়োজনে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট, রেডিও টুডে ও নর্থসাউথ ইউনিভার্সিটি।

আগামী ২৬ নভেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।