শিরোনাম দেখে সংবাদ পড়তে যতটা আগ্রহী এবং ব্যথাতুর হয়ে উঠেছে আপনার মন আদপে পুরো সংবাদ জেনে হয়তো কিছুটা হতাশই হবেন। তবে প্রতিযোগিতাটা অবশ্যই সুন্দরীদের ছিল এবং তাতে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা করে নিহত ১৩ জন ওই প্রতিযোগিতার প্রতিযোগী অবশ্যই, এবং তারা নারী’ই ছিলেন— তবে তারা পুরুষের হৃদয়-মন হরণ করা কোনো অপ্সরা উর্বশী নয়, তারা প্রত্যেকেই ছিল ‘মরুভূমির জাহাজ’ হিসেবে খ্যাত উট।
ঘটনা সৌদি আরবের। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, পূর্বাঞ্চলের মরুদ্যান নগরী নফুদের এ ঘটনায় দলবদ্ধ উটগুলো একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে যাচ্ছিল। একপর্যায়ে রাস্তা পারাপারের সময় সিমেন্ট বোঝাই বিশাল একটি ট্রাক তাদের কাফেলার মধ্যে ঢুকে পড়ে।
রোববার প্রকাশিত সংবাদে সৌদি পত্রিকাগুলো জানায়, মালিকের গাড়ির সামনে কাফেলাবদ্ধ উটগলো রাস্তা পার হচ্ছিল। এসময় ট্রাকটি তাদের আঘাত হানে, এতে কয়েক লাখ রিয়াল মূল্যের উটগুলো ঘনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় উটগুলোর পেছনে থাকা তাদের মালিকের ৩ লাখ রিয়াল দামের লেক্সাস গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উটের সৌন্দর্য প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। ব্যাপক সমারোহে আয়োজিত অনুষ্ঠানগুলোতে খেতাব বিজয়ী উটগুলোকে (অর্থাৎ মালিকদের) অর্থ ও অন্যান্য উপঢৌকনে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১২
একে