ঢাকা: বাংলাদেশ যুব অর্থনীতিবিদ সমিতির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বদরুল মুনির এবং একেএম কামরুল আহছান।
সোমবার সমিতির সাধারণ সভা সমিতির সভাপতি এ. জেড. এম. সালেহর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০১২-১৪ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি- মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, এ. এন. এম. ফজলুল করিম মুন্সী, মোঃ রেজাউল করিম ও সিদ্দিকুর রহমান। যুগ্ম-সম্পাদক- মোঃ শাহীন আলম ভূঁইয়া ও মোঃ মিজানুর রহমান।
সহ-সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান ও আবু মনসুর মোঃ সাইদুজ্জামান। কোষাধ্যক্ষ- মোহাম্মদ জামাল আবু নাছের। প্রচার সম্পাদক- মোঃ আওলাদ হোসেন হিরন। সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ মুজিবুর রহমান। দপ্তর সম্পাদক- মোঃ নজরুল ইসলাম। গবেষণা ও প্রকাশনা সম্পাদক- সফিকুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক- মেহেরুননেছা।
সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মোবারক হোসেন, মাসুদ কাজী, মোঃ জাহিদুর রহমান শেখ, মোঃ আশিকুর রহমান ও নূর নাহার সোমা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
জেএস/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com