মস্কো : মহিলা বড় আশায় বুক বেঁধেছিলেন তার মৃত স্বামী একদিন ফের বেঁচে উঠবেন। এ বিশ্বাস নিয়ে টানা তিন বছর বাড়িতেই স্বামীর মৃতদেহ আগলে রেখেছিলেন রিয়া নভোস্তি।
এদিকে দেহের মাংশ ঝরে কংকাল বেড়িয়ে গেছে। তবুও আশা ছাড়েননি নভোস্তি। তাই তিনি মমির মত প্যাক করে বাড়িতে মৃতদেহটি রেখে দিয়েছিলেন। ছেলে-মেয়েদের নির্দেশ দিয়েছিলেন, তাদের বাবার সঙ্গে প্রতিনিয়ত কথা বলতে এবং খাওয়াতে। ছেলে মেয়েরাও মায়ের নির্দেশ শিরোধার্য করে প্রতিনিয়ত অক্ষরে অক্ষরে তা পালন করে চলেছে।
ঘটনার তিন বছর বাদে বিষয়টি জানতে পারে দুই মিশনারি। তাঁরাই ওই মহিলার ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে সেমিব্রাটোভা গ্রামে যান। তারা কঙ্কালসার দেহটি উদ্ধার করে মস্কোর পার্শ্ববর্তী একটি গ্রামের জলাশয়ে ফেলে দেন। পুলিশ ঘটনা শুনে দেহ উদ্ধারের পর তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্য পায়।
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, রিয়া নভোস্তি নামে ওই মহিলা স্থানীয় একটি মিশনারি স্কুলের শিক্ষিকা। ২০০৯ সালে তার স্বামী অসুস্থ হয়ে মারা যান। সেই থেকে স্বামীর দেহকে তিনি একটি প্লাস্টিকের ব্যাগে মমির মতো করে বেঁধে বাড়িতে রেখে দিয়েছিলেন।
রিয়া নভোস্তি তদন্তকারী অফিসারদের কাছে তার বিশ্বাসের পুরো ঘটনাটি খুলে বলেন। পুলিশ অবশ্য এসব জানার পর তাকে গ্রেফতারও করেনি বা তার বিরুদ্ধে কোন মামলাও রুজু করেনি।
(বিদেশি পত্রিকা অবলম্বনে)
বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
এডিবি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com