ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

পোস্টকার্ড পৌঁছালো ৭০ বছর পর

সত্যি বিচিত্র ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, নভেম্বর ২৪, ২০১২
পোস্টকার্ড পৌঁছালো ৭০ বছর পর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পোস্ট করা একটি পোস্টকার্ড দীর্ঘ ৭০বছর পর প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। হতবাক করা এ ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে।



দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড থেকে কার্ডটি পোস্ট করা হয়।

রকফোর্ডে সেনাবাহিনীর মেডিকেল সেন্টার ব্যারাকের ক্যাম্প গ্রান্টে যুদ্ধকালীর দায়িত্বে কর্মরত জর্জ লেইসেনরিং নিউইয়র্কের আলমিরার বাড়ির ঠিকানায় তার দু’বোন পলিন ও থেরেসার নামে কার্ডটি পোস্ট করেন।
 
ওই সময়টায় রেইসেনরিংয়ের বাবা-মা ক্যাম্প গ্রান্টে ছেলেকে দেখতে গিয়েছিলেন। পোস্টকার্ডে লেখা ছিল, প্রিয় পলিন ও থেরেসা, আমরা নিরাপদে পৌঁছেছি। সফরটি ভাল ছিল। তবে ভ্রমণে সুস্থ থাকলেও আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম।

বোঝা যায় রেইসেনরিংয়ের বাবা-মা বাড়িতে থাকা দু’মেয়েকে উদ্দেশ্য করে এটি লিখেছিলেন।  

নিউ ইয়র্কের আলমিরার স্থানীয় পত্রিকা জানায়, চিঠিটি গত সপ্তাহে ওই ঠিকানায় পৌঁছায় যেখানে এখন অন্য একটি পরিবার বাস করছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ডাক বিভাগের এক কর্মকর্তা বলেন, সম্ভবত পোস্ট সার্ভিসের বাইরে কোথাও কার্ডটি পড়েছিল। কেউ হয়তো সেটি পেয়ে পোস্ট করে দিয়েছে।

তবে চিঠির প্রেরক-প্রাপকদের ওই পরিবারের কেউ এখনও বেঁচে ‍আছেন কি না তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১২
একে  eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।