ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

বৃটেনে ১৬ সন্তান মায়ের আরো বায়না

অমিয় দত্ত ভৌমিক, ওয়েব এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, নভেম্বর ২৮, ২০১২
বৃটেনে ১৬ সন্তান মায়ের আরো বায়না

এবার ১৬ সন্তানের জন্ম দিয়েছেন স্যু রাডফোর্ড। এই আনন্দে আত্নহারা মা স্যু রাডফোর্ড।

সন্তান জন্মদানের পর পরই স্বামী ন্যুয়েলের কাছে বায়না ধরেছেন, আমি আরও সন্তান চাই।

৯ ছেলে ও ৭ মেয়ে নিয়ে এরই মধ্যে বৃটেনের সবচেয়ে বড় পরিবারের খেতাব অর্জন করে নিয়েছেন স্যু-ন্যুয়েল দম্পতি।

৩৭ বছর বয়সী এই মা নিজেই তার সন্তানদের দেখাশুনা করেন। স্যু বলেন, আমি মা হতে ভালবাসি। তাই এ ব্যাপারে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি।

স্যু রাডফোর্ড প্রথমে যখন মা হন তখন তিনি একেবারে কিশোরী। অর্থাৎ তার বয়স ১৪ বছর। তখন ন্যুয়েলের বয়স ছিল ১৮। সে সময় জন্ম নেয় তাদের প্রথম সন্তান ক্রিস।

ক্রিসের বর্তমান বয়স ২৩ বছর। স্যু আর ন্যুয়েল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের দ্বিতীয় সন্তান সোফির জন্ম হয়। এখন তার বয়স ১৮ বছর।

তারপর একে একে তাদের ঘরে জন্ম নেয়- ক্লোই (১৭), জ্যাক (১৫), ড্যানিয়েল (১৩), ল্যুইক (১১), মিলি (১০), কেটি (৯), জেমস (৮), এ্যলি(৭), অ্যামি(৬), জশ (৪), ম্যাক্স(৩) এবং টিলি(২)।

গত বছর অক্টোবরে জন্ম নেয় অস্কার। আর মাত্র ৭ সপ্তাহ আগে পরিবারে যোগ দেয় ক্যাসপার।

তাদের প্রতি সপ্তাহে খাবারের জন্য খরচ হয় ২৫০ পাউন্ড। স্যু-ন্যুয়েল নিজেদের একটি বেকারি পরিচালনা করেন। পরিবারের জন্য তারা কোন সরকারি আর্থিক সাহায্য নেন না।

সবাইকে একসঙ্গে বাইরে নিতে হলে নিজেই নিজেদের মিনিবাস চালায় স্যু। আর সন্তানদের এক সঙ্গে দেখে আবেগপ্রবন হয়ে উঠেন স্যু।

(বিদেশি পত্রিকা অবলম্বনে)

বাংলাদেশ সময় : ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৮,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।