ইতালিতে শ্রেণিকক্ষে ছাত্রদের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে খরগোশ হত্যার দায়ে এক শিক্ষককে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জানা গেছে, কার্লো র্যান্ডো নামের ওই অ্যানাটমি (অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা) শিক্ষক ছাত্রদের সামনে ব্যবচ্ছেদের জন্য ৪টি মৃত খরগোশের ফরমায়েশ দেন।
তবে জ্যান্ত খরগোশগুলোকে ধরার আগেই তারা ছুটে পালায়। ওই শিক্ষক দৃষ্টিমনোহর ও চঞ্চল প্রাণী দু’টোকে পাকড়াও করে স্বাসরোধে মারার চেষ্টা করেন। তাতে সফল না হয়ে তাদের ঘুঁসি মেরে বধের চেষ্টা করেন। এতেও সফল না হয়ে হতবাক আর আতংকিত কিশোর-তরুণ শিক্ষার্থীদের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে খরগোশগুটোকে মেরে ফেলেন র্যান্ডো।
গত বুধবার ইতালির প্রাণী রক্ষা সংগঠন অ্যানিমেল প্রটেকশন ইউনিট (এলএভি) এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যমকে। পশু রক্ষায় আন্দোলনরত সংগঠনটি জানায়, এ ধরনের ভীতিকর দৃশ্য কসাইখানায় মানায়। কিন্তু ওই শিক্ষক একাজ করেছেন অল্পবয়সী ছেলে-মেয়েদের সামনে। সংগঠনটি এ ঘটনা প্রকাশ ও ওই শিক্ষকের নিন্দা করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকদের সাধুবাদ দিয়েছে।
এলএভি’র পক্ষে কর্মরত জীববিজ্ঞানী মিশেলা কুয়ান এ প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শুধুমাত্র নৈতিক দিক থেকেই নয়, প্রশিক্ষণের প্রচলিত রীতি-নীতির বিচারেও এমন পৈশাচিক কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। কারণ, আজকাল অ্যানাটমি আর পশুর শব-ব্যবচ্ছেদের মাধ্যমে শেখানো হয় না।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১২
একে