ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

শ্রেণিকক্ষে শিক্ষকের নৃশংসতা!

সত্যি বিচিত্র ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, নভেম্বর ২৯, ২০১২
শ্রেণিকক্ষে শিক্ষকের নৃশংসতা!

ইতালিতে শ্রেণিকক্ষে ছাত্রদের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে খরগোশ হত্যার দায়ে এক শিক্ষককে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা গেছে, কার্লো র্যান্ডো নামের ওই অ্যানাটমি (অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা) শিক্ষক ছাত্রদের সামনে ব্যবচ্ছেদের জন্য ৪টি মৃত খরগোশের ফরমায়েশ দেন।

কথামত খরগোশগুলো ক্লাসে আনার পর দেখা যায় তাদের মধ্যে দু’টি জীবীত।

তবে জ্যান্ত খরগোশগুলোকে ধরার আগেই তারা ছুটে পালায়। ওই শিক্ষক দৃষ্টিমনোহর ও চঞ্চল প্রাণী দু’টোকে পাকড়াও করে স্বাসরোধে মারার চেষ্টা করেন। তাতে সফল না হয়ে তাদের ঘুঁসি মেরে বধের চেষ্টা করেন। এতেও সফল না হয়ে হতবাক আর আতংকিত কিশোর-তরুণ শিক্ষার্থীদের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে খরগোশগুটোকে মেরে ফেলেন র‌্যান্ডো।

গত বুধবার ইতালির প্রাণী রক্ষা সংগঠন অ্যানিমেল প্রটেকশন ইউনিট (এলএভি) এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যমকে। পশু রক্ষায় আন্দোলনরত সংগঠনটি জানায়, এ ধরনের ভীতিকর দৃশ্য কসাইখানায় মানায়। কিন্তু ওই শিক্ষক একাজ করেছেন অল্পবয়সী ছেলে-মেয়েদের সামনে। সংগঠনটি এ ঘটনা প্রকাশ ও ওই শিক্ষকের নিন্দা করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকদের সাধুবাদ দিয়েছে।

এলএভি’র পক্ষে কর্মরত জীববিজ্ঞানী মিশেলা কুয়ান এ প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শুধুমাত্র নৈতিক দিক থেকেই নয়, প্রশিক্ষণের প্রচলিত রীতি-নীতির বিচারেও এমন পৈশাচিক কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। কারণ, আজকাল অ্যানাটমি আর পশুর শব-ব্যবচ্ছেদের মাধ্যমে শেখানো হয় না।        

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১২
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।