ঢাকা: সূর্যের পর সৌর পরিবারের সবচেয়ে বড় সদস্য বৃহস্পতি গ্রহকে খালি চোখে দেখা যাচ্ছে সোমবার সন্ধ্যার পর থেকে পূর্বাকাশে। একথা জানিয়েছেন প্ল্যানেটারি সোসাইটি অব ইন্ডিয়ার মুখপাত্র এন শ্রী রঘুনন্দন কুমার।
তিনি জানান, সূর্যাস্তের ১ঘণ্টা সময় পর থেকে মেঘমুক্ত পূব আকাশে খালি চোখেই দেখা যাবে গ্রহরাজকে। তিনি আরও জানান, সোমবার সারারাত আকাশে খালিচোখে দেখা যাবে পৃথিবী গ্রহটিকে। এরপর মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণাকাশে কিছুটা ওপরের দিকে দেখা দেবে বৃহস্পতি।
নির্দিষ্ট নিয়ম মোতাবেক সূর্যকে আবর্তনে প্রতি ১৩মাস (৩৯৮দিন) অন্তর অন্তর বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। সে হিসেবে ২০১৪ সালের ৬ জানুয়ারি বৃহস্পতি ফের পৃথিবীর এতটা কাছে অবস্থান করবে। এর আগে গত ২০১১ সালের ২৯ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছিল বৃহস্পতি।
এসময়টায় বৃহস্পতি পৃথিবী থেকে সূর্যের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে। এ অবস্থায় সূর্যের আলোয় পুরোপুরি আলোকিত গ্রহটি পৃথিবী থেকে ছোট একটি চাকতির মত দেখায়।
পৃথিবী থেকে বৃহস্পতির সর্বনিম্ন দূরত্ব ৫৮৮ মিলিয়ন কিলোমিটার আর সর্বোচ্চ দূরত্ব ৯৬৭ মিলিয়ন কিলোমিটার। আর সোমবার রাতে পৃথিবী থেকে ৬০৮ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে গ্রহরাজ।
শনিগ্রহের মত রহস্যময় বৃত্তসমৃদ্ধ গ্যাসীয় গ্রহটির এখন পর্যন্ত স্বীকৃত ৬৭টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে চারটি বেশ বড়। ১৬১০ সালে গ্যালিলিও গ্যালিলি বৃহস্পতির এই চারটি উপগ্রহ আবিষ্কার করেন। তবে পৃথিবী থেকে খালিচোখে উপগ্রহগুলোকে দেখা যায় না।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১২
একে /eic@banglanews24.com