ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

শুরু হচ্ছে ইয়াং লিডারস সামিট

বাবু আহমেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, ডিসেম্বর ৬, ২০১২
শুরু হচ্ছে ইয়াং লিডারস সামিট

এশিয়ার উদীয়মান তরুণ নেতাদের অংশগ্রহণে ৭ ডিসেম্বর শুক্রবার শুরু হতে যাচ্ছে দু দিনব্যাপী ‘এশিয়া ইয়াং লিডারস সামিট’। সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে চলবে এ আয়োজন।

এশিয়ার বিভিন্ন অঞ্চলের  ৪০ বছরের কম বয়সী উদীয়মান তরুণ নেতাদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যই এ আয়োজন হতে চলছে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

এবছর এ সম্মেলনে ২০টি দেশের শতাধিক সম্ভাবনাময় তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ শিরিন শারমীন চৌধুরী এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ।

এশিয়ার তরুণদের নিয়ে আয়োজিত এ সম্মেলনের স্থানীয় আয়োজক প্রধান এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা জনাব এজাজ আহমেদ বলেন, ‘এশিয়ার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে এ অঞ্চলের তরুণদের একসঙ্গে কাজ করতে হবে। সেখানে যদি তরুণ নেতারা এক কাতারে এসে দাঁড়ান তবে এ সম্মেলনের মাধ্যমেই কাজ করার নতুন সুযোগ তৈরি হবে বলে আমরা আশা করছি। ’

উল্লেখ্য, এশিয়া ২১ তরুণ নেতৃত্বের সম্মেলন। যেখানে তরুণরা একটি নেটওয়ার্কের মধ্যে যুক্ত হয়ে সংস্কৃতিসহ নানা ধরনের অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করার সুযোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।