ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

পেশাদার অপরাধী হওয়ার জন্য পড়াশোনা ত্যাগ!

সত্যি বিচিত্র ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, ডিসেম্বর ৮, ২০১২
পেশাদার অপরাধী হওয়ার জন্য পড়াশোনা ত্যাগ!

দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ-দেশ শ্রীলংকায় এক কিশোর পেশাদার অপরাধী হওয়ার জন্য স্বেচ্ছায় পড়াশোনা ত্যাগ করেছে। সম্প্রতি এ তথ্য জানা গেছে তস্করবৃত্তির সময় ১৫ বছর বয়সী ওই কিশোরটি পুলিশের হাতে ধরা পড়ার পর।



শ্রীলংকার নিকায়েরাতিয়া এলাকার পুলিশ তাকে গ্রেফতার করে। তবে তার নাম-পরিচয় সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হয়নি।
 
পুলিশ কিশোরটিকে চিহ্নিত করে একটি চোরাই মোবাইল ফোন ট্র্যাকিং করে। ওই ফোনটি তার সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বোন ব্যবহার করছিল।

গ্রেফতারের পর জানা গেছে, ওই কিশোর তার ১৫ বছর বয়সের জীবনে ৭টি স্কুলে পড়াশোনা করেছে। একপর্যায়ে চৌর্যবৃত্তি আর ডাকাতিতে ‘ফুল-টাইমার’ হওয়ার জন্য চিরতরে স্কুল ত্যাগ করে।

শ্রীলংকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুরুনেগালার ওয়াসিবেবা, রথমালগাহাবেতিয়া, ক্রিনদিগোল্লা ও গানেবেবা এলাকায় গতবছর বেশকিছু অপারেধ সে জড়িত ছিল। নগদ অর্থ ছাড়াও তার লুণ্ঠিত মালামালের ‍তালিকায় ‍আছে, স্বর্ণালঙ্কার, সেলফোন, সিমকার্ড প্রভৃতি।

শ্রীলংকার দৈনিক লংকাদ্বীপা পত্রিকা জানায়, আশ্চর্যের বিষয় হচ্ছে, কিশোরটিকে অপরাধমূলক কর্মকাণ্ডে উ‍ৎসাহিত করেছে স্বয়ং তার পরিবার। তার মা এবং চাচা ছিল তার প্রশিক্ষক। তারা তাকে শিখিয়েছে মানুষের বাড়ি-ঘর-দোকানে তালা ভেঙ্গে কিভাবে প্রবেশ করতে হয়। কিশোরটিকে তার চাচা এবং মা-সহ গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তার চাচা একজন দাগী অপরাধী ছিলেন। পঙ্গুত্বের কারণে একপর্যায়ে তিনি এ পেশা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১২
একে eic@banglanews24.com  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।