ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

ভারতীয় উচ্চ আদালতের রায়

কেবল বাবার ধর্ম’ই সন্তানের ধর্ম হতে পারে না

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, ডিসেম্বর ৯, ২০১২
কেবল বাবার ধর্ম’ই সন্তানের ধর্ম হতে পারে না

ধর্ম প্রসঙ্গে শিশুদের ওপর জোর খাটানো যাবে না। একই কারণে ধর্মের দোহাই দিয়ে শিশুদের নিজ হেফাজতে নেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়।

ভারতের মুম্বাইয়ের উচ্চ আদালত ৩বছর বয়সী এক শিশুর অভিভাবকত্ব নিয়ে শুনানিতে এ রায় দিয়েছে।

খ্রিস্টান বাবা আর হিন্দু মায়ের সন্তান ওই শিশুটিকে তার নানা-নানীর জিম্মায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, শিশুটির পিতা তার মাকে হত্যার অপরাধে বর্তমানে জেল খাটছেন। তিনি ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছিলেন।

সম্প্রতি শিশুটির পিতা ও ফুফু তাকে নিজেদের জিম্মায় নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। এ প্রসঙ্গে তারা আদালতে যুক্তি দেখান, ভবিষ্যতে একজন সজ্জন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিশুটির প্রতিপালন ক্যাথলিক (খ্রিস্টান) নিয়ম-তরিকা মোতাবেক হওয়া উচিৎ।

শুনানি শেষে দেওয়া রায়ে আদালত বলেন, এমন একজন ব্যক্তি যিনি তার স্ত্রীকে হত্যা করেছেন, তার পক্ষে ধর্মকে হাতিয়ার বানানো ধর্মের অবমাননা বৈ নয়। এছাড়া পিতার ধর্মই হবে সন্তানের ধর্ম— শিশুর পিতার পক্ষের আইনজীবীর এই যুক্তিও উড়িয়ে দিয়েছেন আদালত। বিচারক বলেন, এটা সংবিধান স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১২
একে   eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।