ঢাকা: বাংলাদেশি একদল হ্যাকার রোববার পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে। এ খবর দিয়েছে পাকিস্তানি পত্রিকা ডন.কম।
কথিত বাংলাদেশি হ্যাকাররা পাঞ্জাব প্রাদেশিক পরিষদের হ্যাক করা ওয়েবপেজে একটি মেসেজ পোস্ট করে এই মর্মে যে, এটা করা হয়েছে সম্প্রতি পাকিস্তানি হ্যাকারের দ্বারা বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক্ড হওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে।
ওই পোস্টে বাংলাদেশি হ্যাকাররা আরো জানায়, বিষয়টি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ফিয়া’কে (এফআইএ, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি) জানানোর পরও তারা সংশ্লিস্ট হ্যাকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় তারা যদি এ ধরনের হ্যাকারদের নিবৃত্ত করতে ব্যর্থ হয় তবে বাংলাদেশি হ্যাকাররা একের পর এক পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করে যাবে।
তবে ডন জানায়, পাকিস্তানি আইটি এক্সপার্টরা ঘণ্টাখানেকের মধ্যেই পাঞ্জাব প্রাদেশিক পরিষদের হ্যাক্ড হওয়া ওয়েবসাইটটি হ্যাকারদের কবলমুক্ত করতে সক্ষম হন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১২
একে eic@banglanews24.com