ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

মন্ত্রীকে বিশ্বসুন্দরী এমপি

আমার সৌন্দর্য নয়, প্রশ্নে নজর দিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, ডিসেম্বর ৯, ২০১২
আমার সৌন্দর্য নয়, প্রশ্নে নজর দিন

আজ আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। কারণ আমার দীর্ঘ ১৯ বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম কোনও সুন্দরী শ্রেষ্ঠা আমাকে প্রশ্ন করছেন।

তাকে উত্তর দেওয়াটা আমার জন্য একটি পুরস্কারের মত। আর তাই আমি প্রশ্নের উত্তর দেব মাননীয় ডেপুটি স্পিকারের দিকে তাকিয়ে নয়, সরাসরি এই সুন্দরীর মুখশ্রীর দিকে তাকিয়ে।
images (1)20
সম্প্রতি নিজদেশের পার্লামেন্ট অধিবেশনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন সীতাকে অপহরণকারী রাবণের দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকার হালের পরিবহনমন্ত্রী কুমারা বেলাগামা। যাকে উদ্দেশ্য করে বলা তিনিও ওই পার্লামেন্টেরই সদস্য রোজি সেনানায়েকে, তবে তার আরো বড় একটি পরিচয়— তিনি সাবেক বিশ্ব সুন্দরী।

তিনি শুধু সাবেক মিস ওয়ার্ল্ডই (১৯৮৫) নন, সাবেক মিসেস ওয়ার্ল্ডও, অর্থাৎ বিয়ের পরেও বিবাহিত নারী হিসেবে তিনি বিশ্বসেরা সুন্দরীর মুকুটধারী ছিলেন। বর্তমানে তিনি শ্রীলংকার রাজনৈতিক দল ইউএনপি’র একজন এমপি।

প্রসঙ্গত, দুনিয়ার অন্যসব দেশের মত শ্রীলংকার রাজনীতিতেও সুন্দরীদের আলাদা একটি স্থান ঐতিহ্যগতভাবেই রয়েছে। বর্তমান এমপি সাবেক বিশ্বসুন্দরী রোজির অপরাজেয় সৌন্দর্য্য পার্লামেন্টে প্রায়ই তাকে এ ধরনের মধুর-অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলে দেয় বলে দেশটির রাজনৈতিক নেতারা জানান।  
download
যাহোক, মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। সংসদে এমপি রোজির উত্থাপিত প্রশ্নের জবাবে পরিবহনমন্ত্রী কুমারা বেলাগামা বিশ্বসুন্দরী রোজির প্রতি তার প্রশংসার নিবেদনে আরও বলেন, যখন আমি তার চাঁদমুখ অবলোকন করি, আমার চিন্তা-ভাবনাগুলো নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়— আর এসব বিষয় আমি জনসমক্ষে প্রকাশও করতে চাই না।

তবে মন্ত্রীর এতসব স্তুতিবাক্যে বিন্দুমাত্র বিগলিত না হয়ে বর্তমানে ৫৪ বছর বয়সী ‘পাত্থরদিল’ সুন্দরীতমা রোজি সেনানায়েকে, জবাবে যা বলেন তা অনেকটাই যেন মন্ত্রীর ‍কানে গরম সীসা Welgama2ঢেলে দেওয়ার মতই (শ্রেষ্ঠ সুন্দরীরা বুঝি এরকমই হন)। তার রূপমুগ্ধ মন্ত্রীকে তিনি বলেন, এ ধরনের বক্তব্যকে আমি এক ধরনের অপমান বলেই মনে করি। আমার সৌন্দর্যের দিকে দৃষ্টি না দিয়ে অনুগ্রহ করে আমার উপস্থাপিত প্রশ্নের দিকে নজর দিন।

১৯৯৮ সালে তিনি জাতিসংঘের জনসংখ্যা তহবিলের শুভেচ্ছ দূত হিসেবে নিয়োগ পান। এছাড়া তিনি মালয়েশিয়ায় তার দেশের পক্ষে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। তিনি বিবাহিত এবং ৩ সন্তানের জননী।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১২
একে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।