ঢাকা: বাংলাদেশে অনলাইন মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের দৃঢ প্রত্যয় নিয়ে চলতি মাসের ৩০ তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ)।
সোমবার বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী সাংবাদিকরা বিজ্ঞপ্তি প্রকাশের এক সাপ্তাহের মধ্যে মোবাইল: ০১৯১৫-২৩০১৬২ ও ই-মেইল: boja.central@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাদেশের যে কোনো অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সংগঠনের নির্ধারিত আবেদনপত্র পূরণের মাধ্যমে সদস্য হতে পারবেন।
এছাড়া অনলাইন সাংবাদিকরা অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিভাগ জেলা উপজেলা পর্যায়ে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করতে পারবেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর