তার ব্যাংক অ্যাকাউন্টে আছে ২০ লাখ শ্রীলংকান রুপি। শ্রীলংকার রাজধানী কলম্বোর শহরতলীর রাগামা এলাকার একটি রেলস্টেশন থেকে পুলিশের হাতে গ্রেফতার এ ভিক্ষুক এছাড়াও তিনটি অটোরিক্সা ও একটি ভ্যানগাড়ির মালিক।
যখন তাকে আটক করা হয় তার আগের মাত্র দুই ঘণ্টা সময়ে ভিক্ষে করে তিনি সংগ্রহ করেন ৪ হাজার রুপি।
সম্প্রতি ট্রেনযাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযানে ওই রেলস্টেশন থেকে ১৮ জন ভিক্ষুককে গ্রেফতার করে। তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ওই ধনী ভিক্ষুকও ছিলেন।
জানা গেছে, প্রতিদিন ভিক্ষা করার জন্য নিজের ভ্যানে করে ওই রেলস্টেশনে আসেন তিনি। সারাদিন ভিক্ষাবৃত্তির সময়ে নোংরা-ছিন্ন লেবাসে থাকলেও বাকি সময়টা বাড়িতে ধোপ-দূরস্ত পোশাকেই থাকেন তিনি।
শ্রীলংকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুরুনেগালা’র নারাম্মালা এলাকার অধিবাসী এবং বর্তমানে কলম্বো শহরতলীর এই বাসিন্দা বাসিন্দা দীর্ঘদিন যাবত এ পেশায় আছেন। তবে তার নাম প্রকাশ করেনি পত্রিকা।
কলম্বো আদালতে সোপর্দ করা হলে গ্রেফতার ভিক্ষুকদের প্রত্যেককে ২হাজার রুপি করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১২
একে