ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

‘আমার ছেলে গণধর্ষণে জড়িত থাকলে তাকে ফাঁসিতে লটকে দিন’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, ডিসেম্বর ১৮, ২০১২
‘আমার ছেলে গণধর্ষণে জড়িত থাকলে তাকে ফাঁসিতে লটকে দিন’

ঢাকা: গত রোববার রাতে ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণে জড়িত যুবকদের একজনের পিতা বলেছেন, আমার ছেলে যদি গণধর্ষণে জড়িত থেকে থাকে তবে তাকে ফাঁসিতে লটকে দিন।

হিন্দি অনলাইন সংবাদপত্র নবভারত টাইম্স মঙ্গলবার জানায়, দিল্লির এক ঘিঞ্জি বস্তির বাসিন্দা অভিযুক্ত ধর্ষক বিনয় কুমারের পিতাকে মঙ্গলবার সাংবাদিক প্রশ্ন করেন, আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাকে সাজা দেওয়ার দাবি করবেন কি না?

জবাবে তিনি বলেন, আমার ঘরেও কন্যা আছে।

আমার ছেলে যদি অপরাধ করে থাকে তবে তো তাকে সাজা পেতেই হবে।

এরপর তিনি বলেন, ছেলে যদি দোষী হয় তবে আমরা তার ফাঁসির দাবি করবো।

এদিকে বিনয় কুমারের মা বলেছেন, ছেলে ঘরে শুয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। পুলিশ আমার ছোট ছেলেকেও ধরে নিয়েছিল, কিন্তু পরে ছেড়ে দেয়। তবে তাকেও তার ছেলের আচরণের জন্য লজ্জিত মনে হয়েছে বলে জানিয়েছেন সংবাদকর্মীরা। তিনি বলেছেন, যদি সে এ ধরনের কাজ করে থাকে তবে তা অন্যায়। আমরা তার পক্ষ নেব না।

এদিকে, রাজধানী শহরে ঘটা এই জঘন্য ঘটনার পর অভিযুক্তদের একজনের পরিবারের এ ধরনের প্রতিক্রিয়া ভারতে সব মহলের প্রশংসা পেয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে। ২ জন এখনও ফেরার। আদালতের নির্দেশে প্রধান অভিযুক্ত বাসচালক রামসিংহকে ৫দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১২
একে    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।