ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

দিল্লি ঘটনায় মনমোহন

‘জনগণের ক্রোধ জায়েজ, আমিও ৩ কন্যার পিতা’

আহ্‌সান কবীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, ডিসেম্বর ২৪, ২০১২
‘জনগণের ক্রোধ জায়েজ, আমিও ৩ কন্যার পিতা’

ঢাকা: আমি নিজে ৩ কন্যার পিতা। তাই এ ঘটনার মর্ম অনুধাবন করতে পারি।

তাই জনগণ যে ক্রোধ প্রদর্শন করছে, আমি মনে করি তা জায়েজ (বৈধ)। কিন্তু এর প্রতিবাদ-বিক্ষোভে সহিংসতা না করার অনুরোধ করছি।

চলন্ত বাসে ডেন্টাল কলেজ ছাত্রী গণধর্ষিত হওয়ার ঘটনায় প্রতিবাদ বিক্ষোভে রাজধানী নয়াদিল্লিসহ সারা ভারত এখন উত্তাল। পুলিশসহ আইনশৃঙ্খলা ‍বাহিনী কোনোমতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ধর্ষকদের চরম শাস্তির দাবিতে ফুঁসে ওঠা আপামর জনতাকে। এ অবস্থায় শেষপর্যন্ত প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ওপরের কথাগুলো বলেন।  

নিজের বক্তব্যে মনমোহন আরো বলেন, মহিলাদের নিরাপত্তার জন্য সম্ভব সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করা হবে।

হিন্দি অনলাইন পত্রিকা নবভারত ও ডেইলি ভাস্কর জানায়, একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজে ৩ কন্যার পিতা। তাই এ ঘটনার মর্ম অনুধাবন করতে পারি।

এ ঘটনার প্রতিবাদে জনগণের বিক্ষোভ প্রতিবাদকে সমর্থন করে তিনি আরো বলেন, কিন্তু বিক্ষোভের সূত্রে হিংসাত্মক ঘটনা এর কোনো সমাধান দেবে না। এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। তবে সরকার আপনাদের এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে যে, অপরাধীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো আপনাদেরকে নিয়মিত জানানো হবে।

শান্ত থাকুন: ভিকটিমের বাবা
এদিকে, ঘটনার শিকার ২৩ বছর বয়সী ওই ছাত্রীর পিতা সমগ্র জাতিকে শান্ত থাকার আবেদন করেছেন। তিনি তার আবেদনে বলেন, জ্বালাও-পোড়াও-ভাংচুর বন্ধ করে অপরাধীদের দ্রুত বিচার সম্পন্নকরণে পুলিশকে সহায়তা করুন।

একই সঙ্গে সন্তানের চরম দুর্যোগে যন্ত্রণাদগ্ধ এ পিতা দিল্লির একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা তার কন্যার জন্য প্রার্থণা করার অনুরোধ জানিয়েছেন সবাইকে। তিনি জানান, তার মেয়ে চেতনা ফিরে পাওয়ার পর থেকে অবস্থা অপরিবর্তিত আছে। তবে তার মাঝে লড়াই করার ক্ষমতা এখনো ‍আগের মতই আছে।

তিনি বলেন, “বেঁচে থাকার এবং বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা আমার মেয়ের মাঝে এখনও আগের মতই আছে। ঈশ্বরের ‍কাছে প্রার্থনা করুন সে যাতে সেরে ওঠে। আমার কন্যা যে কতটা সাহসী তা প্রকাশ করার কোনো ভাষা নেই...”

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১২
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।