রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ইয়ুথ পার্লামেন্ট ফোরাম ২০১২। ইয়ুথ ফোরামের উদ্যোগে দুই দিনব্যাপী চলবে এ আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশ থেকে তরুণরা এ আয়োজনে অংশ নিচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, তরুণদের স্বনির্ভরশীল , চাকরি এবং তরুণ উদ্যোক্তা।
গতকাল শুরু হওয়া এ পার্লামেন্টে বক্তব্য রাখেন বেসরকারী বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রী কর্নেল অব: ফারুক খান। এছাড়াও উপস্থিত ছিলেন, ইয়ুথ ফোরামের প্রধান তানজিনা নওশিন এবং এসএসবিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, দুই দিনব্যাপী চলতে থাকা এ পার্লামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে তৈরি হবে নতুন নেটওয়ার্ক। যা দিয়ে ভবিষ্যতে তারা একে অপরকে সহযোগীতার মাধ্যমে এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক