বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগ হতে যাচ্ছে ‘কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতা’। আর এ আয়োজনের সঙ্গে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
আগামী ৫ জানুয়ারি দিনব্যাপী চলবে এ আয়োজন। কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় তরুণদের উৎসাহিত করতে বাংলাদেশ ইউনিভার্সিটির এবার তৃতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে।
আয়োজক সমন্বয়কারী কাজী তায়িফ সাদাত বাংলানিউজকে বলেন, “গত দুই বছর জাতীয় পর্যায়ে এ আয়োজন করে আসছি। তবে এবছরই প্রথমবারের মতো সার্কভুক্ত দেশগুলো নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ধীরে ধীরে এর পরিসর আমরা আরও বড় করে পৌঁছে যাবো আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায়। ”
এছাড়াও প্রোগ্রামিং প্রতিযোগিতার পরিচালক ও বাংলাদেশ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাদিক ইকবাল বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত ৩৫টি দল প্রতিযোগিতায় নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভারত থেকে তিনটি ও নেপাল থেকে একটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করেছে।
সাদিক ইকবাল আরও জানান, প্রতিটি দলে সর্বোচ্চ চারজন থাকতে পারবে। সেক্ষেত্রে সার্কভুক্ত অন্য দেশগুলোও এ প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে কথাবার্তা চলছে।
কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সি++, সি#, জাভাসহও অন্যান্য প্রোগ্রামিং ভাষার বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে হবে।
পুরস্কার হিসেবে প্রথম বিজয়ী দল পাবে এক লাখ, দ্বিতীয় ৫০ হাজার এবং তৃতীয় বিজয়ী দল পাবেন ২৫ হাজার টাকা। এছাড়াও ৪র্থ থেকে ১৫তম স্থান পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
এ আয়োজনে অংশ নিতে http://www.qaa-npc.net/ ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: রানা রায়হান