ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বিতর্কের বিশ্বকাপে বাংলাদেশের জয়

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, জানুয়ারি ৪, ২০১৩
বিতর্কের বিশ্বকাপে বাংলাদেশের জয়

ঢাকা: প্রথমবারের মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ। ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বিশ্বব্যাপী বিতর্কের বিশ্বকাপ হিসেবে সুপরিচিত।

আর এমনই আসরে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির রাতিব মুর্তজা আলী এবং আকিব ফারহান হোসেন এ জয় ছিনিয়ে নিয়ে এনেছেন।

বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৩৩তম আসরে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রেক ক্যাটাগরিতে শুক্রবার তারা চ্যাম্পিয়ন হন। এ আসরে ৮২ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৪০০টি দল অংশ নেন।

দু’টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম ভাগে যেসব দেশের প্রথম ভাষা ইংরেজি তাদের। এবং দ্বিতীয় ভাগে যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি। বাংলাদেশ দ্বিতীয় বিভাগে অংশ নেয়। এ বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির দুই তরুণ।

বার্লিন থেকে আকিব ফারহান হোসেন শুক্রবার তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ জয়ের কথা নিশ্চিত করে বলেন, ‘‘বিশ্ব বিতর্কে উড়ছে লাল সবুজ পতাকা। প্রায় ১ হাজার ৫০০ মানুষ দেখছেন আমাদের জয়। ইসরাইল ও ডাচদের পরাজিত করে আমাদের দেশের পতাকা উড়ছে। এ গৌরব আমাদের দেশের। আমাদের দেশের সব মানুষের। ’’

একই সঙ্গে দেশের সব বিতর্কপ্রেমীদের এ জয় উৎসর্গ করা হলো বলেও আকিব তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বিতর্কের ওয়ার্ল্ড কাপ বলে খ্যাত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বাংলাদেশ অংশ নিলেও এতো বড় সাফল্য কখনই আসেনি। বাংলাদেশের বিতর্ককে আরও সম্ভবনাময় করতে এ জয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করছেন বিতর্কপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।