ঢাকা: সম্প্রতি পাবলিক পলিসি পোলিং সংস্থা পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, মার্কিন কংগ্রেসের চেয়েও জনপ্রিয় হচ্ছে তেলাপোকা এবং উকুন।
আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি সূত্রে এ সংবাদ জানা গেছে।
জানুয়ারির ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এ জনমত জরিপে প্রায় ৮৩০ জন মার্কিন নাগরিক অংশ নেয়। ভোটাভুটির ফলাফলে মোট ৯ শতাংশ সমর্থন পেয়েছে মার্কিন নীতি নির্ধারক প্রতিষ্ঠানটি।
তবে শুধু তেলাপোকা আর উকুনই নয়, ট্রাফিক জ্যাম, ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্স, চেঙ্গিস খান এর তুলনায়ও জনপ্রিয়তায় পিছিয়ে আছে মার্কিন কংগ্রেস।
জরিপ সম্পর্কে পাবলিক পলিসি পোলিং সংস্থার প্রধান ডিন ডেবনাম বলেন, ’আমরা সবাই জানি যে কংগ্রেস এমনিতেই তার জনপ্রিয়তা হারিয়েছে। কিন্তু জরিপে অংশগ্রহণকারীরা শেষ পর্যন্ত তেলাপোকা কিংবা উকুনকেই বেছে নিয়েছে। ‘
বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর