ঢাকা: মাত্র পাঁচ বছর বয়সে প্রথম মঞ্চে দাঁড়ান তিনি। তখন থিয়েটারে কাজ করতেন তার মা।
একদিন বসে বসে মায়ের অভিনীত গীতনাট্য দেখছিলেন ছোট চ্যাপলিন। গান গাওয়ার একপর্যায়ে হঠাৎ তার মায়ের গলার স্বর ভেঙ্গে গেলে মঞ্চ থেকে নেমে যান তিনি।
কি করা যায়? এদিকে মঞ্চভর্তি দর্শক বসে আসে। কোনো উপায়ন্তর না দেখে তখন ছোট চ্যাপলিনকেই উঠানো হলো মঞ্চে।
চার্লি চ্যাপলিনকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কোনো শব্দ বোধহয় নেই। দেখেছেন রূপালি পর্দায় তার হাতের বাঁকা ছড়ি, মাথার কালো টুপি, ট্রেডমার্ক গোঁফ। তার পার্থিব জীবন সংগ্রাম, অবদান, অর্জন - সবই আপনারা জানেন।
তবে আপনার জানেন কি? ইতিহাস প্রসিদ্ধ এই মানুষটির জীবনের অন্যতম একটি তিক্ততাপূর্ণ মুহূর্ত কেটেছিলো আজকের এই দিনটিতে।
জানুয়ারি ১১, ১৯২৭ সাল। নিজের ১.৬ কোটি ডলারের সম্পত্তির উপর চার্লি চ্যাপলিনের অধিকার খর্ব করার ঘোষণা দেয় আদালত। ভরণপোষণের নিশ্চয়তা চেয়ে আদালতে আবেদন করেন তারই দ্বিতীয় স্ত্রী লিটা গ্রে চ্যাপলিন। মূল কারণটা আর কিছু নয়, বিবাহবিচ্ছেদ।
উল্লেখ্য, তৎকালীন হলিউডের সফল ও আর্থিকভাবে স্বচ্ছল অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন চার্লি চ্যাপলিন।
প্রথম বিবাহবিচ্ছেদের পর ১৯২৪ সালে পুনরায় বিয়ে করেন ১৬ বছর বয়সী উঠতি অভিনেত্রী লিটা গ্রে’কে। বিয়ের পরপরই তাদের সম্পর্কে অবনতি ঘটতে থাকে। দাম্পত্য জীবনে বাড়তে থাকে তিক্ততা।
বিয়ের প্রায় তিন বছর পরে দশ লাখ ডলারের সমঝোতায় চার্লি চ্যাপলিন ও লিটা গ্রে’র মধ্যেকার বিচ্ছেদ সম্পন্ন হয়।
বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর