ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

অস্কারে ইতিহাস গড়লেন ওয়ালিস!

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, জানুয়ারি ১২, ২০১৩
অস্কারে ইতিহাস গড়লেন ওয়ালিস!

বয়স হলো খেলনা নিয়ে সময় কাটানোর। কিন্তু বনে গেলেন অভিনেত্রী।

তাও মাত্র আট বছর বয়সে! কুভেনজানি ওয়ালিস এবছর (২০১৩) অস্কারে সেরা অভিনয় শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছে।
 
স্কুল পড়ুয়া ওয়ালিস ২০১২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’ছবিতে মূল চরিত্রে অসাধারণ অভিনয় করার জন্য এ মনোনয়ন পেল।
 
ওয়ালিসের জন্ম ২০০৩ সালের ২৮ আগস্ট। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ঝোঁক।   ওয়ালিস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলে, আমি ডিজনি চ্যানেলের সবকিছু সরাসরি দেখতে ইচ্ছুক। এজন্যই অভিনয়ের প্রতি আগ্রহ।

হাশপাপি চরিত্রে অভিনয় করে গতবছর সুনাম কুড়ানো এ অভিনেত্রীর নাম ঘোষণা হওয়ার পর আরও বলে, ক্লাস ফোরে পড়ছি। ক্লাসের বন্ধুরা এ ছবিটি দেখেছে এবং অনেক প্রশংসাও করেছে। তাই খুব ভালো লাগছে।  

তবে এ ছবিতে আসার কথা বলতে গিয়ে ওয়ালিস বলে, আমার যখন পাঁচ বছর তখন হাশপাপি চরিত্রে অভিনয়ের জন্য আসি। তবে স্কুলে অনেক মঞ্চ নাটকে অভিনয় করেছি। সামনেও করবো। নতুন অনেক ছবিতে কাজ করার ইচ্ছাও আছে।

নিজের অভিনয় করা ছবিটি তিনি নয়বার দেখেছেন বলেও ওয়ালিস জানায়।

ওয়ালিস খুব একটা অবস্থাসম্পন্ন পরিবার থেকে আসেনি। তার মা স্কুল শিক্ষক হলেও বাবা হলেন ট্রাক ড্রাইভার। স্কুলে পড়া অবস্থাতেই ‘বিস্ট অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’ ছবির মূল চরিত্রে কাজ করার আগ্রহ থেকে অডিশনে অংশ নেয়। প্রায় ৪ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে হাশপাপি চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রমাণ করে ওয়ালিস।

বিস্ট অব দ্য সাউদার্ন ছবির পরিচালক বেন জেটলিন ওয়ালিস প্রসঙ্গে বলেন, অডিশনের সময় ওয়ালিসকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওর অসাধারণ ক্ষমতা আছে। এতো কম বয়সে চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। একমাত্র ওর জন্য স্ক্রিপ্টের অনেক কিছুই বদলাতে হয়েছে। বলতে গেলে ওয়ালিসের জন্যই স্ক্রিপ্টকে আরও মজবুত করার সাহস পেয়েছি।

এ ছবিটি ২০১২ সালের জানুয়ারিতে ‘সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল’ আয়োজনে প্রদর্শীত হয়। এরপর জিতে নেয় গ্র্যান্ড জুরি প্রাইজ। এবছর জানুয়ারি ১০ তারিখ কুভেনজানে ওয়ালিস ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে। তার আগে অবশ্য ২০০৩ সালে কেইশা ক্যাসেল ‘হয়েল রাইডার’ ছবির জন্য মাত্র ১৩ বছর বয়সে মনোনীত হয়।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড- অস্কার ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।