ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ভারতের মেয়েদের ছুরি উপহার দেবে শিবসেনা

কলকাতা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, জানুয়ারি ১২, ২০১৩
ভারতের মেয়েদের ছুরি উপহার দেবে শিবসেনা

কলকাতা: ভারতের প্রয়াত রাজনীতিবিদ বাল ঠাকরের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মেয়েদের হাতে ধারালো ছুরি তুলে দেবে চায় শিবসেনা। মেয়েদের নিরাপত্তার জন্য তাদেরকে ছুরি দেওয়ার এ কর্মসূচি হাতে নিয়েছে কট্টর ডানপন্থি দলটি।



সূত্র জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি প্রয়াত নেতার জন্মদিনে মেয়েদের চীনের তৈরি ছোট ছুরি উপহার দেওয়া হবে।

মেয়ে ও নারীরা সেগুলো নিজেদের ব্যাগ অথবা পার্সে রাখতে পারবেন। দলের দক্ষিণ মুম্বাই শাখা সিদ্ধান্ত নিলেও, শীঘ্রই দলের সব শাখা এ কর্মসূচি পালন করবে।

দলটির শীর্ষনেতারা জানিয়েছেন, সরকার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ।

বাল ঠাকরে ১৯২৬ সালের ২৩ জানুয়ারি পুনেতে জন্মগ্রহণ করেন। গত বছরের ১৭ নভেম্বর মারা যান শিবসেনার এ প্রতিষ্ঠাতা। ১৯৬৬ সালের ১৯ জুন শিবসেনা প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।