ঢাকা: বিশ্বের সবচেয়ে বয়জ্যেষ্ঠ্য নারী জাপানের নাগরিক কোতো ওকুবু (১১৫) মারা গেছেন বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার তিনি একটি নার্সিং হোমে মারা যান।
১৮৯৭ সালের ২৪ ডিসেম্বর ওকুবু জন্মগ্রহন করেন।
ওকুবু পূর্ব জাপানের কাওয়াসাকিতে মারা যান বলে স্থানীয় সরকারের বরাত দিয়ে কায়ডো সংবাদ সংস্থা জানায়। মৃত্যুর সময় তার ছেলে পাশে ছিলেন বলে সংবাদ মাধ্যম জানায়।
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যাক্তিও জাপানের নাগরিক। জিরোমন কিমুরা নামের ওই ব্যাক্তির বয়সও বর্তমানে ১১৫ বছর।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর