ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বিজ্ঞান শিক্ষকদের কর্মশালা

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জানুয়ারি ১৩, ২০১৩
বিজ্ঞান শিক্ষকদের কর্মশালা

সায়েন্স ফোরাম ২১’র উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (বাবিজস) সহযোগিতায় হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বিষয় সেমিনার ও কর্মশালা। এতে বানিয়াচং উপজেলার প্রায় ২৫টি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষকেরা অংশগ্রহণ করেন।


 
কর্মশালায় মূল বিষয় নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক রুহুল আমীন সজীব ও সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মানস কান্তি বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়েন্স ফোরাম ২১’র প্রকল্প ব্যবস্থাপক আছিব চৌধুরী।

এতে বাবিজসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রকল্প শেখানো হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এ ধরনের বিজ্ঞানের সেমিনার, কর্মশালা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার মান যেমন বৃদ্ধি পাবে, দূর হবে বিজ্ঞান নিয়ে ভয়-ভীতি।

কর্মশালা শেষে শিক্ষকদের মাঝে প্রশংসা পত্র দেওয়া হয়।

কর্মশালার পাশাপাশি ছিলো উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শণী।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।