ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মৃত্যুর আগে ৫০ ইচ্ছাপূরণ করতে চায় মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, জানুয়ারি ২১, ২০১৩
মৃত্যুর আগে ৫০ ইচ্ছাপূরণ করতে চায় মানুষ

ঢাকা: জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে-এটা প্রকৃতির নিয়ম। জীবিত অবস্থায় পৃথিবীতে মানুষ স্বর্গের স্বাদ পাওয়ার আপ্রাণ চেষ্টা করে! মানুষের চাহিদার শেষ থাকেনা।



তবে গবেষকরা অনেক ঘাঁম ছড়িয়ে বের করেছেন-পৃথিবী ছাড়ার আগে প্রায় প্রতিটি মানুষ ৫০টি কাজ করে যেতে চায়। কিন্তু দূর্ভাগ্য মাত্র ৪ থেকে ৫টি আশা পূরণ করে যেতে পারেন অধিকাংশ ব্যক্তি। hina20hina20

অনেকে মনে করেন, সব আশা পূরণ করার পর্যাপ্ত সময় নেই। আবার অনেকে স্বীকার করেন, তারা দুঃসাহসিক কাজ করার জন্য তারা উপযুক্ত নন বা আঘাতকে তারা ভয় করেন।  

কোটিপতি হওয়া, বিশ্বভ্রমণ করা, মেরুপ্রভা উপভোগ, চীনের মহাপ্রাচীর ঘুরে দেখা এবং ঋণমুক্ত থাকা এই ৫০ ইচ্ছার শীর্ষে থাকে। আর যে কাজগুলো মানুষ কম করতে চায় মানুষ সেগুলো হলো-উপন্যাস লেখা, অন্য ভাষা শেখা, ম্যারাথন দৌঁড়ে অংশ নেওয়া, ।

দুই হাজার প্রাপ্ত বয়স্কের ওপর পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠান হেলি হানসেন গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছে। জরিপে অংশ নেওয়া এক তৃতীয়াংশের বেশি লোক জানিয়েছে, তাদের আশা পূরণে পর্যাপ্ত সময় নেই। আর ২০ শতাংশ অংশগ্রহণকারী স্বীকার করেছেন, তারা আহত হতে ভয় পান।
taka2
এক চতুর্থাংশ অংশগ্রহণকারী বিশ্বাস করেন, তারা তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে উপযুক্ত। কোনো ইচ্ছে নেই এমন কথা জানিয়েছে ১২ শতাংশ অংশগ্রহণকারী। প্রায় অর্ধেক অংশগ্রহণকারীর উপলব্ধি, তাদের ইচ্ছাপূরণে আরও সাহসী হতে হবে।

হেলি হানসেনের তালিকার ৫০টি ইচ্ছার মধ্যে প্রথম ১০টি হলো-

১ কোটিপতি হওয়া
২ বিশ্ব ভ্রমণ করা
৩ মেরুপ্রভা উপভোগ
৪ চীনের মহাপ্রাচীর ঘুরে দেখা
৫ ঋণমুক্ত জীবন
৬ ইনকার দুর্গম পথে পাঁ মারানো
৭ বিশ্বের সপ্তম আশ্চর্য দেখা
৮ মিশরের পিরামিড দেখা
৯ জীবন পরিবর্তন করে এমন কিছু উদ্ভাবন করা
১০ এন্টার্কটিকায় পাঁ রাখা

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।