ঢাকা: এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ভিনসন ম্যাসিফ জয়ের গল্প শোনালেন বাংলাদেশি মেয়ে ওয়াসফিয়া নাজরিন।
মঙ্গলবার দেশে ফিরে রাজধানীর কারওয়ান বাজারের পিকে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াসফিয়া তার ৬দিনব্যাপী ঝুঁকিপূর্ণ এ সামিটের বিস্তারিত তুলে ধরেন।
সকাল ৯টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।
প্রসঙ্গত, ওয়াসফিয়া ঘোষিত সেভেন সামিটে আর্থিক সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক, ব্র্যাক ব্যাংক ও বিকাশ।
সংবাদ সম্মেলনে ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন, ব্র্যাক ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান জীশান কিংশুক হক, বিকাশের বিপণন বিভাগের প্রধান সানিয়া মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ওয়াসফিয়া তার পর্বতারোহণের বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
এসএআর/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর