ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ফ্লুর প্রতিষেধক আইস ক্রিম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, জানুয়ারি ২২, ২০১৩
ফ্লুর প্রতিষেধক আইস ক্রিম!

ঢাকা: সর্দি, কাশি, জ্বর, নাক দিয়ে অনবরত পানি পড়া, মাথা ব্যথা, চোখ ব্যথা, মাথা ভার লাগা, কখনো কখনো পেট খারাপ—এসব হচ্ছে ফ্লুর লক্ষণ।

যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় (ফ্লু) মৃতের সংখ্যা ‘মহামারি’ স্তরে পৌঁছেছে।

গত সপ্তাহে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা চলতি মৌসুমে ফ্লু পরীক্ষা করা হয়েছে—এমন শিশুদের মধ্যে ২০ জন মারা গেছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মার্কিনিদের ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে আহ্বান জানিয়েছে।

এই পরিস্থিতিতে নিউইয়র্কের একটি আইস ক্রিম প্রস্তুতকারক কোম্পানি ফ্লুতে আক্রান্তদের জন্য তৈরি করেছে ‘বিশেষ আইস ক্রিম’। এই আইস ক্রিমটি ফ্লুর প্রতিষেধক হিসেবে কাজ করছে বলে দাবি করেছে প্রস্তুতকারক কোম্পানি।
 
লেবু, সুস্বাদু লাল মরিচ ও হুইসি দিয়ে তৈরি এই বিশেষ আইস ক্রিম গলা পরিষ্কার রাখবে ও কাশি কমাবে।

জেনিসের স্পেলডিড আইস ক্রিমসের মালিক জেনি ব্রিটন বায়ুয়ের জানিয়েছেন, তাদের এই আইস ক্রিম খেয়ে একটি পরিবারকে সুস্থ করেছে।

তিনি বলেন, “জনগণ আমাকে বলেছে, শুধু এটিই তাদেরকে ভালো রাখছে। ”

অক্টোবর-মে মাস হচ্ছে ফ্লুর সময়। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে এর প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।