ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রজেক্ট শীতার্ত

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, জানুয়ারি ২৩, ২০১৩
প্রজেক্ট শীতার্ত

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী শেষ হলো।

প্রজেক্ট: শীতার্তের কাজ শুরু হয় ২০১২ সালের ডিসেম্বরে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের (বিওয়াইএফ) সদস্যরা ঢাকার বিভিন্ন স্থান থেকে শীতবস্ত্র সংগ্রহের কাজে নেমে পড়ে তখন থেকেই।

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উদ্যোগে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবছর বিওয়াইএফ প্রজেক্ট:শীতার্ত দুটি ধাপে বাস্তবায়ন হয়।

তারুণ্যের এ ধরনের প্রয়াসকে অনুপ্রাণিত করতে পাশে এসে দাঁড়ায় এসসিসিএ কমিউনিটি (বাংলাদেশ)। তাদের আর্থিক সহযোগিতা এ মহৎ উদ্যোগকে আরো বেগবান করে তোলে। এছাড়াও বিশেষ সহযোগিতা করে ওলো ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস।

জানুয়ারি মাস জুড়ে চলে এ কার্যক্রম। যা শেষ হয় ১৮ জানুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার শেখরনগর বালিকা মহাবিদ্যালয় মাঠে এলাকার দরিদ্র শ্রেণীর মানুষের মাঝে ৫৮০ টি কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রশাসনের সদস্যবৃন্দ, এসিসিএ কমিউনিটি (বাংলাদেশ) এর পক্ষে জনাব মোঃ আবুল বাশার, বিওইয়াএফ এর প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন (ইমু), সাবেক প্রেসিডেন্ট লিয়াকত হোসেন, সহ-সভাপতি হাসিব আহমেদ, প্রধান নির্বাহী কমিটির সদস্য মীমনাজ মীম,  নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।