ঢাকা: লালচে বাদামি রঙের পশমে তুলতুলে ‘ভৌ’কে রাস্তার ভবঘুরে অন্য কুকুরের সঙ্গে মেলানো যাবে না। হাফপ্যান্ট পরলেও নয় বছরের হাসানের শীত একটু কম।

কুকুর নিধন কর্মসূচি বন্ধের একবছর পূর্তি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এক কনসার্টের আয়োজন করে সামাজিক ও পশুপ্রেমিকদের সংগঠন ‘অভয়ারণ্য’ প্রাণীকল্যাণ ফাউন্ডেশন। সন্ধ্যা পর্যন্ত চলে এই ব্যতিক্রমী আয়োজন।
‘আমার ঢাকা নিধনমুক্ত’ কনসার্ট মাতিয়ে রাখেন সঙ্গীতশিল্পী হাবিব, শাকিলা জাফর, অর্ণব, সায়ানসহ অনেকে।
কনসার্ট উপলক্ষে হলুদ রঙের বিশেষ টি-শার্ট বের করেছে ‘অভয়ারণ্য’। টি-শার্টে একজন শীর্ণকায় দরিদ্র লোক রাস্তার রুগ্ন একটি কুকুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদরে চোখ বুজে যায় কুকুরটির, লোকটির শীর্ণকায় শরীরেও উষ্ণতা খোঁজে সে। টি-শার্টের পেছনে লেখা রয়েছে, ‘মায়া থাকলে ট্যাকা লাগে না’।

উৎসবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দেশীয় প্রতিনিধি ম্যাট ইয়াকামি ও ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) প্রশাসক নজরুল ইসলাম।
অভয়ারণ্যের চেয়ারম্যান রুবাইয়াত আহমেদ বাংলানিউজকে বলেন, “অভয়ারণ্য কুকুরের ব্যাপারে সচেতন করে তোলে মানুষকে। শিশুরা যেন কুকুরকে ভয় না পায়, কুকুরের প্রতি মমতা অনুভব করে, জলাতঙ্কের টিকা দেওয়া, কুকুরকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইনিং কর্মসূচি পরিচালনা করে। ”

‘জার্মান স্পিৎস’ নামের সাদা কুকুর জড়িয়ে ধরে রেখেছেন এক তরুণী। পুরো শরীর সাদা হলেও কানের পশমে হলদেটে ভাব। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে চারপাশ।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
এআর/এমএন/এডিএ/আইএ/এমএন/এসএআর/এমআইএইচ/আরআর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর