ঢাকা: ২০০ বছরের পুরোনো একটি নিষেধাজ্ঞা রদ করেছে ফরাসি সরকার। এর মাধ্যমে দেশটির মেয়েদের ট্রাউজার পরার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা আর থাকল।
১৮০০ সালের ১৭ নভেম্বর জারি করা ওই নিষেধাজ্ঞায় মেয়েদের ট্রাউজার পরা নিষিদ্ধ করা হয়।
বর্তমান সময়ের সঙ্গে আইনটি বেমানান হওয়া সেটি রদ করা হয়েছে বলে জানিয়েছেন নারী অধিকার বিষয়ক মন্ত্রী নাজাত ভ্যালাউদ বেকাসিম। তিনি বলেন, “আধুনিক ফরাসি আইন ও মূল্যবোধের সঙ্গে এই নিষেধাজ্ঞা বেমানান ছিল। ”
গত বছর সংসদে নিষেধাজ্ঞা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তোলার পরেই এ উদ্যোগ নিল সরকার।
নিষেধাজ্ঞানুযায়ী নারীরা যদি পুরুষের পোশাক পরিধান করতে চায় বা ট্রাউজার পরতে চায় তাহলে তাদের স্থানীয় পুলিশের অনুমতি নিতে হবে।
১৮৯২ এবং ১৯০৯ সালে এই নিষেধাজ্ঞাটি সংশোধন করা হয়। সাইকেল ও ঘোড়ায় চড়ার ক্ষেত্রে মেয়েদের ট্রাউজার পরার অনুমতি দেয়া হয় এ দুই সংশোধনীতে।
ফরাসি বিপ্লবের সময় সেদেশের নারীরা ট্রাউজার পরার জন্য অনুরোধ জানিয়েছিল এবং বুর্জোয়াদের নির্ধারিত সিল্কের পাজামার পরিবর্তে শ্রমিকশ্রেণী বিপ্লবীরা ট্রাউজার পরার কারণে সান্স কুলোটেস বলে পরিচিতি পায়।
তবে এই কয়েক দশক ধরে এই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। এটি শুধু সংবিধানেই ছিল।
ভ্যালাউদ বেকাসিম বলেন, “আসলে নিষেধাজ্ঞাটি নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে আনার জন্য আরোপ করা হয়েছিল। ”
তিনি আরও বলেন, “নারীদেরকে কিছু নির্দিষ্ট অফিস বা পেশায় নিয়োজিত হওয়ার ক্ষেত্রে পুরুষের ন্যায় পোশাক পরা থেকে বিরত রাখতে এই নিয়মটি চালু করা হয়। ”
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৭ ফেবব্রুয়ারি, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com