ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফিচার

বাংলানিউজের লাইভ আড্ডায় ‘ক্ষ’

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, ফেব্রুয়ারি ২, ২০১৩
বাংলানিউজের লাইভ আড্ডায় ‘ক্ষ’ ছবি: জীবন আমীর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ‘ক্ষ’ ব্যান্ডদলের সোহিনী আলম শনিবার সন্ধ্যা ৭টায় বাংলানিউজের লাইভ আড্ডায় এসেছেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’ গানের নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া জগতে ব্যাপক আলোচনায় রয়েছে এই ব্যান্ড দলটি।

 
ব্রিটিশ-বাংলাদেশি ব্যান্ডদল ‘ক্ষ’ এর অন্যতম ভোকাল সোহিনী আলম। শনিবার সন্ধ্যায় তিনি আসেন বাংলানিউজে। অংশ নেন লাইভ তারকা আড্ডায়। সঙ্গে আছেন গানটির পরিচালক শাহরিয়ার রহমান।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে তৈরি মিউজিক ভিডিওটি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। বাংলানিউজেও প্রকাশিত হয়ে আসছে পক্ষে-বিপক্ষের লেখাগুলো।

এসব বিতর্ক থেকে উঠে আসা নানা প্রশ্নের উত্তর নিয়েই বাংলানিউজে উপস্থিত হন সোহিনী আলাম ও শাহরিয়ার রহমান।

উপস্থিত আছেন শিল্প সংস্কৃতি জগতের আরও অনেকে।

বাংলানিউজের লাইভ আড্ডায় অংশ নিয়ে সোহিনী-শাহরিয়ারের কাছে কোনো কিছু জানতে চাইলে তা লিখে

পাঠান liveadda@banglanews24.com এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।