ঢাকা: শেষকৃত্যের অনুষ্ঠানে কফিন থেকে উঠে বসলেন ১০১ বছর বয়সী মৃত ব্যক্তি! তারপর সৎকারে অংশগ্রহণ করা মানুষের কাছে জানতে চান, তার বাড়িতে এতো মানুষ কেন?
সম্প্রতি এ বিস্ময়কর ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংডং প্রদেশের লিয়ানজিয়াং নামক এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, বাড়িতে একা বসবাস করতেন পেং নামের ঐ বৃদ্ধা।
এ প্রসঙ্গে পেং বলেন, “আমি ভাগ্যবান নারী। কারণ আমি স্বচক্ষে দেখতে পেরেছি, কতো মানুষ আমাকে ভালোবাসে। ” তিনি বলেন, “সমাহিত হওয়ার আগেই আমি জেগে উঠতে পেরেছি এ কারণে আমি নিজেকে আরও বেশি ভাগ্যবান মনে করছি। ”
বাংলাদেশ সময় : ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: জিয়াউল জিয়া ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com