ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

নয় বছর বয়সে মা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, ফেব্রুয়ারি ৬, ২০১৩
নয় বছর বয়সে মা!

ঢাকা: নয় বছর বয়সে মা হয়েছে মেক্সিকোর জালিসকো রাজ্যের এক শিশু। স্থানীয় কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্র এ খবর জানিয়েছে।

ডাফনে নামের ওই মেয়ের মা জানান, তার (ডাফনের) বয়স যখন আট তখনই সে গর্ভবতী হয়।

নবজাতকের বাবার বয়স ১৭ বছর। তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ডাফনের মা।

সরকারি কৌশলী জর্জ ভিল্লাসেনর জানান, মূল ঘটনা জানার জন্য ছেলেটিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। কেননা মেয়েটি জানেনা কি হয়েছিল।

তিনি বলেন, “এটি একটি ধর্ষণ বা শিশু যৌন নিপীড়ন মামলা। ”

ডাফনে ২৭ জানুয়ারি জোকুইপান হাসপাতালে আড়াই কেজি ওজনের শিশুটির জন্ম দেন।

মা ও মেয়ে উভয়কেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মা-মেয়ে দুজনই সুস্থ রয়েছে।

এর আগে ২০১০ সালে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চ্যাংচুন হাসপাতালে নয় বছর বয়সী এক শিশু মা হন।

২০১২ সালে কলম্বিয়ায় ১০ বছর বয়সী এক শিশু মা হন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।