ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাবলিক লাইব্রেরি থেকে ৫৫ বছর আগে খোয়া যাওয়া একটি বই শেষ পর্যন্ত ফেরত পেয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষ।
বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ষোড়শ শতাব্দীর এক ধর্মযাজকের জীবনী সম্বলিত “ফায়ার অব ফ্রান্সিস জেভিয়ার” বইটি ১৯৫৮ সালের ১০ এপ্রিল ম্যানহ্যাটনের ফোর্ট ওয়াশিংটন শাখা থেকে ইস্যু করা হয়।
তারপর নির্দিষ্ট সময় পার হয়ে দীর্ঘ ৫৫ বছর পার হলেও সে বইটি ফেরত দেওয়া হয়নি।
তবে, ৫৫ বছর পর বইটি ফেরত আসায় বিস্ময় প্রকাশ করেন লাইব্রেরির কর্তারা।
লাইব্রেরির ব্যবস্থাপক জেনিফার জার সংবাদ মাধ্যমকে বলেন, জরিমানা হিসেবে একশ’ মার্কিন ডলারের একটি চেকসহ বাদামি রঙের খামে করে বইটি সোমবার লাইব্রেরিতে পৌঁছে।
তবে, ঐ সময়কার নথিপত্র ঘেঁটে কে এই বইটি ইস্যু করেছিল তা উদঘাটন করা হবে না বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com