ঢাকা: মাত্রাতিরিক্ত কোকাকোলা পান করে অসুস্থ হয়ে মারা গেছেন নিউজিল্যান্ডের ৩০ বছর বয়সী এক নারী।
পরীক্ষকদের উদ্বৃতি দিয়ে মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ৩ বছর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া নাতাশা হ্যারিস নামের ঐ নারী মূলত মাত্রাতিরিক্ত পানীয় কোকাকোলা পান করে অসুস্থ হয়েই মারা যান।
প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রর দক্ষিণাঞ্চলের শহর ইনভার্কার্গিলের নাগরিক নাতাশার পরিবার জানায়, তিনি কোকাকোলার প্রতি আসক্ত হয়ে পড়েন। এমনকি প্রতিদিন ১০ লিটার করে এই কোমল পানীয় পান করতেন তিনি।
নিকটাত্মীয়রা আরও জানান, কাজের সময়ও এই পানীয় ছাড়া থাকতে পারতেন না নাতাশা। তিনি এতো বেশি পরিমাণ কোকাকোলা পান করতেন যার কারণে তার দাঁত নষ্ট হয়ে গিয়েছিল।
আট বছর বয়সী এক শিশুর জননী ওই নারীর পরিবার আরও জানায়, তিনি আসক্ত হয়েছিলেন সত্য। তবে ছাড়ানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি।
তবে, ঐ সময় কোকাকোলার বিরুদ্ধে অভিযোগ তোলা হলে কর্তৃপক্ষ দাবি করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এমন কোনো উপাদানই নেই এই পানীয়তে।
তবে, পরীক্ষকরা কোকাকোলা কর্তৃপক্ষকে বরাবরই মাত্রাতিরিক্ত সুগার (চিনি) ও ক্যাফেইন (নেশাজাতীয় পদার্থ) ব্যবহারের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছেন।
বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com