ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

জীবন্ত মানুষের কবরে বসবাস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
জীবন্ত মানুষের কবরে বসবাস!

ঢাকা: কবর মৃত মানুষের জন্য। যদি বলা হয় যে কবরে জলজ্যান্ত মানুষও বসবাস করে তাহলে কেমন বিস্ময়কর হবে ব্যাপারটা! হ্যাঁ, সার্বিয়ার ব্রাটিসলেভ স্টোজানোভিক নামের এক ব্যক্তি বসবাসের জন্য কবরকেই বেছে নিয়েছেন!

চারদিকে গাঢ় অন্ধকারে একলা মানুষ শুধু একটা মোমবাতি নিয়ে খোলা আকাশের নিচে শত শত কবরের মাঝে ঘুমিয়ে পড়েন! এটাই তার থাকার জায়গা!
 
স্টোজানোভিক পেশায় একজন নির্মাণ কর্মী ছিলেন।

আগে একটি পরিত্যক্ত বাড়িতে থাকলেও গত পনেরো বছর ধরে শহরের একটি গণকবরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

এমন বিস্ময়কর জীবন যাপন সম্পর্কে স্টোজানোভিক বলেন, আমার কাছে এটা খুবই স্বাভাবিক। আমার প্রয়োজনীয় জিনিসগুলো ডাস্টবিন এবং রাস্তা থেকে সংগ্রহ করতে হয়। অনেক কিছুই নেই তবে যা আছে তা যথেষ্টই মূল্যবান।

তিনি বলেন, “পরিত্যক্ত বাড়িতে আলোর ব্যবস্থা করতে মোমবাতি কুড়োনোর সময় একটি কবর দেখে হঠাৎ করেই মাথায় কবরে বাস করার চিন্তা খেলে যায়। ”

প্রথমে খোলা জায়গাতেই ঘুমিয়ে পড়েন। কিন্তু পরে শীতের প্রকোপের কারণে কবরের ভেতরে ঢুকে পড়েন বলে লোমহর্ষক বর্ণনা দেন স্টোজানোভিক।
 
কবরগুলোকে দেখতে তেমন কেউ আসে না উল্লেখ করে তিনি জানান, “ছয় বছর আগে মাকে দেখেছি। বাবা মারা যাওয়ায় ছেলেবেলায় মা আমাকে ছেড়ে চলে গিয়ে ফের বিয়ে করেন। ”

আবর্জনায় পরিপূর্ণ দুই গজেরও কম একটি সিমেন্টের কবর ও একটি পুরনো মাদুরের তৈরি বিছানাই এখন স্টোজানোভিকের সম্বল।

স্টোজানোভিক গর্ববোধ করে বলেন, “আমি ভিক্ষুক নই। প্রয়োজনীয় সবকিছুই রাস্তায় কুড়িয়ে পাই। ”
তবে তিনি স্বীকার করেন, “যখন নতুন জামা গায়ে দিই তখন অনেক প্রশান্তি লাগে। ”

গীর্জা স্টোজানোভিকের সবচেয়ে পছন্দের জায়গা। তবে কখনো গীর্জার ভেতরে ঢোকেন না তিনি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।