বইমেলা থেকে: ক্ষতিপূরণ না পেলে আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষ দিনের মেলা বর্জন করা হবে বলে ঘোষণা দিয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রকাশকরা।
এছাড়া বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মেলায় বিক্রি বন্ধ রাখবে পুস্তক প্রকাশক ও মালিক সমিতি।
মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমী বইমেলা প্রাঙ্গণে বর্ধমান হাউসের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সমিতি।
ক্ষতিগ্রস্ত প্রকাশকদের পক্ষে পলল প্রকাশনীর স্বত্ত্বাধিকারী খান মাহবুব বলেন, “অগ্নিকাণ্ডে এবং ফায়ার ব্রিগেডের পানিতে ক্ষতিগ্রস্ত প্রকাশনীগুলোর ২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। গত সোমবার সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে বৈঠক করলেও কোনো ধরনের আশ্বাস দেননি। ”
এসময় অতিদ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে খান মাহবুব আরও বলেন, “যদি এটি নাশকতা হয়, তবে জড়িতদের এবং যারা দায়িত্বে গাফিলতি করেছেন, তাদের দ্রুত গ্রেফতার করা হোক। ”
জয়তী প্রকাশনীর প্রকাশক মাজেদুল ইসলাম বলেন, “এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকাশ পেয়েছে- মেলার নিরাপত্তা ব্যবস্থা কত দূর্বল!”
পুস্তক প্রকাশক ও মালিক সমিতির সভাপতি আলমগীর শিকদার লোটন বলেন, “বাংলা একাডেমীর নিরাপত্তার অভাবে এমনটি ঘটেছে। মেলায় প্রকাশকদের বইয়ের নিরাপত্তা দিতে পারেনি একাডেমী। ”
বুধবারের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস না পেলে বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মেলায় বিক্রি বন্ধ রাখা হবে। এছাড়াও বৃহস্পতিবারের মধ্যে ক্ষতিপূরণ না দিলে শেষদিনের মেলা বর্জন করা হবে বলে ঘোষণা দেন আলমগীর শিকদার লোটন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা; ফেব্রুয়ারি ২৬, ২০১৩
এমএন/এডিএ/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর