ঢাকা: প্রাকৃতিক দুর্যোগ প্রাণী হোক আর জীববৈচিত্র্য হোক, পুরো বিশ্ববৈচিত্র্যের জন্যই অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর। শুধু ক্ষতিকরই না কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগ কারও মা-বাবা, প্রিয়জন ঘর-বসতি এমনকি প্রিয় দেশটিকেও ভাসিয়ে নিয়ে যায়।
তাইতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পেতে মানুষ কতো কিছুই না আবিষ্কার করার চেষ্টা করছে। কেউ সুনামি প্রতিরোধক বাড়ি বানাচ্ছে, কেউ ভূমিকম্পেও টিকে থাকবে এমন টেকসই দালান গড়ে তুলছে, আর কেউ ঘূর্ণিঝড় থেকে রেহাই পেতে মাটির নিচে গর্ত করে গড়ে তুলছে ‘নিরাপদ আশ্রয়’।
এতো প্রতিরক্ষা ব্যবস্থার পরও সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত না করে।
কিন্তু বুধবার অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে সে ঘূর্ণিঝড়টিকে আগাম ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা!
কারখানার শ্রমিকদের পরিবহন করা একটি বাসে ‘থ্যাঙ্ক ইউ রাস্টি’ লেখে ঘূর্ণিঝড়কে কেনো ধন্যবাদ জানানো হলো এ ব্যাপারে ছবিটির প্রকাশক অস্ট্রেলিয়ার এবিসি নিউজ ক্যাপশনে লিখেছে, ‘ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ ঘোষণা করায় কর্মস্থলে যেতে হবে না, এ কারণে ‘রাস্টিকে’ ধন্যবাদ জানিয়েছেন শ্রমিকরা। ’
ছবিটি প্রকাশ হওয়ার পর দেশটির সংবাদ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয় দেখা দিয়েছে।
নিন্দুকরা টিপ্পনী কাটছেন, এই ছবিটি ফের প্রমাণ করল; মনুষ্যজাতি আসলেই কর্মবিমুখ অর্থাৎ অলস। কাজে ফাঁকি দেওয়ার জন্য ভয়ংকর বিপদকেও স্বাগত জানায় তারা!
বাংলাদেশ সময় : ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com